‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

৬ জানুয়ারী ২০১৬

৪:৩৯:৩১ PM
729121

ইয়েমেনে দৃষ্টিহীন শিশুদের রক্ষণাবেক্ষণ কেন্দ্র সৌদি হামলা (ছবি)

ইয়েমেনের বেসামরিক অঞ্চলের উপর সৌদি আরবের বর্বর হামলা অব্যাহত রয়েছে। এবার দৃষ্টিহীন শিশু-কিশোরদের একটি রক্ষণাবেক্ষণ কেন্দ্রে হামলা চালিয়েছে স্বৈরাচারী সৌদি আবর। হামলায় কেন্দ্রটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : সৌদি আরবের স্বৈরাচারী শাসক আলে সৌদ আন্তর্জাতিক মহলের নিরবতার ইন্ধনে প্রতিদিনই ইয়েমেনের বেসামরিক অঞ্চলসমূহে বর্বর হামলা অব্যাহত রেখেছে।

সৌদিরা এবার ইয়েমেনের দৃষ্টিহীন শিশু-কিশোরদের একটি রক্ষণাবেক্ষণ কেন্দ্রে হামলা চালিয়েছে। হামলায় ঐ কেন্দ্রটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

গতকাল বিকেলে সৌদি জঙ্গি বিমানগুলো ‘সানয়া’ প্রদেশের ‘আন-নূর’ রক্ষণাবেক্ষণ কেন্দ্রে মিসাইল নিক্ষেপ করে। হামলায় ঐ কেন্দ্রের সকল আসবাব-পত্র নষ্ট এবং ভবনের একটি অংশ ধ্বংস হয়ে যায়।

সৌভাগ্য জনকভাবে এ হামলায় কেউ হতাহত হয়নি। কিন্তু কেন্দ্রের ভবনটি এমনভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে যে, কর্তৃপক্ষ ঐ কেন্দ্র ত্যাগ করে অপর একটি স্থানে শিশু-কিশোরদেরকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন।

উল্লেখ, স্বৈরাচারী আলে সৌদের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোন ব্যাখ্যা প্রকাশিত হয়নি। ধারণা করা হচ্ছে যে, অবৈধ এ হামলার বিপরীতে আন্তর্জাতিক মহলকে নিরব রাখতে তারা মুখ খুলছে না।#