‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

৯ জানুয়ারী ২০১৬

১:৪৩:৪৪ AM
729559

সানয়ায় সৌদি বিরোধী বিক্ষোভে লক্ষ লোকের অংশগ্রহণ (ছবি)

সৌদি আরবের অপরাধকর্মের প্রতিবাদ ও নিন্দায় ইয়েমেনের রাজধানীতে বিক্ষোভ করেছে দেশটির লক্ষ জনতা।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : গতকাল (শুক্রবার, ৮ জানুয়ারি ২০১৬) ইয়েমেনের রাজধানী সানয়াতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

লক্ষাধিক লোক সানয়া’র এ বিক্ষোভে অংশগ্রহণ করে, ইয়েমেনের বিভিন্ন অঞ্চলের উপর সৌদি আরবের নেতৃত্বে পরিচালিত বিমান হামলায় গুচ্ছ বোমা ব্যবহারের তীব্র নিন্দা জানায়।

বিক্ষোভে ইয়েমেনের বেসামরিক জনগণের বিরুদ্ধে গুচ্ছ বোমা ব্যবহারকে গণহত্যা বলে আখ্যায়িত করে সৌদি আরবের এ অপরাধের বিপক্ষে আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতিক্রিয়া কামনা করা হয়।

সৌদি যুদ্ধবিমানগুলো বিগত সপ্তাহগুলোতে, ইয়েমেনের বিভিন্ন বেসামরিক এলাকায় আমেরিকায় তৈরী গুচ্ছ বোমা নিক্ষেপ করছে। এ সকল বোমা ব্যবহারের কারণে এ পর্যন্ত শত শত বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

একটি গুচ্ছ বোমা মাটিতে আঘাত করার পর তা শত শত খণ্ডে বিভক্ত হয়ে আশাপাশে আঘাত করে। আর এ সকল খণ্ড প্রতিটি একটি মাইনের কাজ করে থাকে। এ কারণে এ ধরনের বোমা অত্যন্ত বিপজ্জনক অস্ত্র হিসেবে পরিগণিত হয়।

উল্লেখ্য, ইয়েমেনের উপর হামলার শুরু থেকে এ নাগাদ সৌদি বিমান হামলায় হাজার হাজার বেসামরিক ইয়েমেনি প্রাণ হারিয়েছেন।#