‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

১০ জানুয়ারী ২০১৬

১:৫৫:৩২ PM
729858

অমুসলিমদের জন্য খুলে দেওয়া হল ফ্রান্সের শত শত মসজিদের দরজা (ছবি)

ইসলাম ও মুসলিমদের সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করার লক্ষ্যে ফ্রান্সের শত শত মসজিদের দরজা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : মুসলিম নেতারা জানিয়েছেন, ফ্রান্সে ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে অনেক ভূল ধারণা বদ্ধমূল হয়ে আছে। সবাইকে মসজিদে আমন্ত্রণ জানিয়ে সেই ভ্রান্ত ধারণা ভেঙ্গে দিতে চান তারা। সকল সম্প্রদায়ের মাঝে খোলামেলা আলোচনার সুযোগ তৈরি করাই হল এ পদক্ষেপের প্রধান উদ্দেশ্য।

চলতি সপ্তাহের শনি ও রোববার ফ্রান্সের শত শত মসজিদের দরজা এদেশের অমুসলিমদের জন্য উন্মুক্ত রাখা হবে, যাতে তারা পরস্পরের পাশে বসে ইসলাম ধর্ম সম্পর্কে আলোচনা করতে পারে।

জাতীয় ঐক্যকে শক্তিশালী করা ছিল ফ্রান্সের মুসলিম পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচীর অন্যতম উদ্দেশ্য।

গতবছর ফ্রান্সে রম্য ম্যাগাজিন শার্লি এবডো’র কার্যালয় এবং এক ইহুদী সুপার মার্কেটে জঙ্গী হামলার –যাতে ১৭ জন নিহত হয়- প্রথম বার্ষিকী উপলক্ষে এই উদ্যোগ নেয়া হয়।

ফ্রান্সের মুসলিম পরিষদের প্রধান আনোয়ার কিবিবেশ ফরাসী বার্তা সংস্থাকে জানিয়েছেন : পরস্পরের মাঝে সংহতি সৃষ্টির নিমিত্তে এ কর্মসূচী হাতে নিয়েছি আমরা।

তিনি বলেন : ইসলামের প্রকৃত শিক্ষা ও মূল্যবোধের প্রকাশ ঘটানো এবং ইসলামের সাথে নৃশংসতা ও সন্ত্রাসবাদের সম্পর্ক রয়েছে বলে যারা মনে করেন তাদের এ ভ্রান্ত চিন্তা দূর করার উদ্দেশ্যে এ কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে।

গত বছরের ঘটনার স্মরণ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণের ঐক্য প্রদর্শনের লক্ষ্যে আয়োজিত গণমিছিলের কথা উল্লেখ করে মুসলমানদের সাথে সন্ত্রাসবাদকে সম্পৃক্ত করার নিন্দা জানিয়ে তিনি বলেন, ঐ ঘটনা স্মরণ করার স্থলে আমরা গণঐক্যের বিষয়টিকে স্মরণ করতে পারি।

ফ্রান্সের শত শত মসজিদে বাস্তবায়িত এ কর্মসূচীতে আগত অতিথিদেরকে চা, মিষ্টি ও কেক দিয়ে আপ্যায়ন করা হয়। পাশাপাশি অতিথিদের জন্য মুসলমানদের সাথে ইসলামের বিষয়ে প্রশ্ন ও আলোচনার সুযোগও ছিল। এছাড়া ৫ ওয়াক্তের নামাযের যে কোন একটিতে তারা চাইলে অংশগ্রহণের সুযোগ পেতেন।#