‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

২৯ জানুয়ারী ২০১৬

৫:২৯:১৫ AM
732422

এডেনে মনসুর হাদীর কর্মস্থলে দায়েশের আত্মঘাতী হামলা (ছবি)

এডেন শহরে আত্মঘাতী এক দায়েশ সন্ত্রাসীর চালানো হামলায় উল্লেখযোগ্য সংখ্যক লোক হতাহত হয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : ইয়েমেনে আবারো আত্মঘাতী হামলা চালালো আইএসআইএল (দায়েশ)।

নেদারল্যান্ডের নাগরিক ‘আবু হানিফা’ নামক দায়েশের এক আত্মঘাতী সন্ত্রাসী গতকাল (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) এডেন শহরের ‘মায়াশিক’ এলাকায় অবস্থিত রাষ্ট্রপতির প্রাসাদের গেইটে বিস্ফোরক ভর্তি একটি গাড়ীর বিস্ফোরণ ঘটায়।

আত্মঘাতী এ হামলায় ৮ ব্যক্তি নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন অফিসারও রয়েছে।

ইয়েমেনের পদত্যাগকৃত প্রেসিডেন্ট মনসুর হাদী রাজধানী সানয়া থেকে পলায়নের পর ‘মায়াশিক’ প্রাসাদে আশ্রয় নিয়েছেন।

উল্লেখ্য, বিগত মাসগুলোতে দায়েশ এডেন শহরে বেশ কয়েকটি আত্মঘাতী হামলা চালিয়েছে। ইয়েমেনের এ বন্দর নগরীতে দায়েশ সন্ত্রাসীদের তৎপরতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ইদানিং।

কয়েক মাস আগ থেকে সৌদি ও আরব আমিরাত সেনাবাহিনী এডেন শহরটি দখল করে রেখেছে।#