‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

১১ ফেব্রুয়ারী ২০১৬

১:০০:৩৩ AM
734383

বাশার আসাদের মায়ের জানাযায় রকেট হামলা (ছবি)

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের মায়ের জানাযাকে লক্ষ্য করে ৫টি রকেট নিক্ষেপ করেছে সন্ত্রাসীরা। এ হামলায় অক্ষত রয়েছেন প্রসিডেন্ট আসাদ।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : সন্ত্রাসী দল আহরার আশ-শামের উদ্ধৃতি দিয়ে সন্ত্রাসবাদ পন্থী গণমাধ্যমগুলো দাবী করেছে যে, সিরিয়ার প্রেসিডেন্টের মা ‘আনিসা মালহুফে’র জানাযাকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে।

প্রেসিডেন্ট বাশার আসাদও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সন্ত্রাসীদের দাবীর ভিত্তিতে, ৫টি রকেট নিক্ষেপ করে চালানো এ হামলায় বেশ কয়েকজন হতাহত হলেও অক্ষত রয়েছেন প্রেসিডেন্ট আসাদ।

সন্ত্রাসী বাহিনী আহরার আশ-শামের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করে ঘোষণা করা হয়েছে যে, বাশার আসাদের জন্মভূমি আল-কারাদাহা অঞ্চলে এ হামলা চালানো হয়েছে।

সামাজিক যোগযোগের বিভিন্ন ওয়েব সাইটেও ঐ রকেট নিক্ষেপের ভিডিও গতকাল প্রকাশ করা হয়।

এ সকল সামাজিক যোগাযোগের ওয়েব সাইটের উল্লেখ করা হয়েছে; ‘রানা খাইরবেক’, ‘আহমাদ ইসমাঈল’ ও ‘ফিদা আল-খাতিব’ এ হামলায় প্রাণ হারিয়েছেন।

অবশ্য এ রিপোর্ট লেখা পর্যন্ত অফিশিয়ালি এ খবর নিশ্চিত করা হয়নি।

বলাবাহুল্য, ‘আনিসা মাখলুফ’ গত শনিবার ৮৪ বছর বয়সে দামেস্কে ইন্তেকাল করেন।

১৯৫৭ সালে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পিতা হাফেজ আসাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তিনি ৪টি পুত্র ও ১টি কন্যা সন্তানের জননি।

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফেজ আসাদ ২০০০ সালে ইন্তেকাল করেন।#