‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

২৬ ফেব্রুয়ারী ২০১৬

১:১২:৫৫ PM
737263

দমননীতির প্রতিবাদে আল-আওয়ামিয়ায় বিক্ষোভ (ছবি)

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় ‘আল-আওয়ামিয়া এলাকায় স্বৈরাচারী সৌদি সরকারের দমননীতির প্রতিবাদে গত বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিক্ষোভ কর্মসূচী পালন করেছে স্থানীয় জনগণ।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: স্বৈরাচারী সৌদি সরকারের দমননীতির প্রতিবাদ এবং দেশের নিরাপত্তা বাহিনী কর্তৃক বাহরাইনি যুবক ‘আলী মাহমুদ আব্দুল্লাহ’হত্যার প্রতিবাদে গত বুধবার এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

কাতিফ শহরের অন্তর্ভুক্ত শিয়া অধ্যুষিত আল-আওয়ামিয়া অঞ্চলে গত মঙ্গলবার সাঁজোয়া যান নিয়ে সৌদি বাহিনীর ব্যাপক হামলার প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচী হাতে নেয়া হয়।

সৌদি বাহিনী গত মঙ্গলবার আল-আওয়ামিয়া শহরে হামলা চালিয়ে এলোপাতাড়ী গুলি ছুঁড়তে থাকে। এ সময় তারা বাহরাইনের নাগরিক ‘আলী মাহমুদ আব্দুল্লাহ’ কে গুলি করে হত্যা করে। সৌদি বাহিনীর গুলিতে কয়েকটি বাড়ীর কাঁচও ভেঙ্গে পড়ে এবং শহরে কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা যায়।

সৈন্যদের গুলিতে ভারতীয় এক নাগরিক নিহত এবং অপর ৩ জন আহত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাহমুদ আব্দুল্লাহ’র বিরুদ্ধে অরাজকতা সৃষ্টি ও অস্ত্র বহনের অভিযোগ তুলে তার ও তার আত্মীয়ের বাড়ীতে হামলা চালিয়ে তাকে হত্যা করে। এ সময় অপর ২৬ জন আহত হয়।

অথচ স্থানীয় প্রত্যক্ষদর্শীরা সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ অভিযোগকে নাকচ করে দিয়ে জানিয়েছেন যে, ‘আব্দুল্লাহ সশস্ত্র ছিলেন না’।

এদিকে সৌদি বাহিনীর হামলার প্রত্যক্ষদর্শীদের একজন জানান: সৌদি বাহিনীর সাঁজোয়া যান রাস্তায় অপর এক ব্যক্তিকে চাপা দিয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালের ফেব্রুয়ারি মাস থেকে শিয়া অধ্যুষিত আল-আওয়ামিয়া অঞ্চলের জনগণ, এদেশের সংখ্যালঘু শিয়াদের বিরুদ্ধে রিয়াদের দমননীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিল করে আসছে। পাশাপাশি তারা রাজনৈতিক সংশোধন এবং দেশটিতে বৈষম্য নীতির ইতিটানার দাবী জানিয়ে আসছে। শান্তিপূর্ণ এ সকল মিছিলে সৌদি বাহিনীর বর্বর হামলায় এ নাগাদ বহু বেসামরিক লোক শহীদ এবং শত শত ব্যক্তি আহত বা আটক হয়েছেন।#