‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

২ মার্চ ২০১৬

১২:৫৯:৩৬ AM
738333

শিয়া অধ্যুষিত নাবাল শহরে জেনারেল সোলায়মানী (ভিডিও)

সম্প্রতি সামাজিক যোগাযোগের ওয়েব সাইটে প্রকাশিত এক ভিডিওতে জেনারেল সোলায়মানীকে শিয়া অধ্যুষিত নাবাল শহরে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: সামাজিক যোগাযোগের ওয়েব সাইটে প্রকাশিত এক ভিডিওতে জেনারেল সোলায়মানীকে সিরিয়ার আলেপ্পো প্রদেশের নাবাল ও আয-যাহরা শহরের শিশুদের হাতে মিষ্টি তুলে দিতে দেখা গেছে।

সোলায়মানীর আহত হওয়ার বিষয়ে মিথ্যা যে গুজব কিছু কিছু ওয়েব সাইটে শত্রুতাপূর্ণভাবে রটিয়েছিল, এ ভিডিও প্রকাশের মাধ্যমে তা নাকচ করা হল।

সিরিয়ার শিয়া অধ্যুষিত নাবাল ও আয-যাহরা শহর দু’টি আলেপ্পো শহরের ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে তুরস্ক সীমান্তে অবস্থিত। বিগত সাড়ে ৩ বছর যাবত সন্ত্রাসীদের দ্বারা অবরুদ্ধ থাকার পর অবশেষে মুক্ত হয়েছে। শহর দু’টিতে ৬৫ হাজারেরও বেশী শিয়া মুসলিম বসবাস করে।

২০১২ সালের ৩ জুন আল-কায়েদার সাথে সম্পৃক্ত তাকফিরি ও সালাফি চিন্তাধারার অধিকারী বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ কর্তৃক অবরুদ্ধ হয়ে পড়ে শহর দু’টি। ঐ সকল গ্রুপের শীর্ষে ছিল জিবহাতুন নুসরাহ সন্ত্রাসী দলের সদস্যরা।

আলেপ্পো শহরে সন্ত্রাসীদের বিভিন্ন প্রতিরোধ ভেঙ্গে বাশকুই বিকল্প সিটির উত্তর অঞ্চল এবং ডের এয-যেইতুন ও তাল্লা জাবিন গ্রামে সন্ত্রাসীদেরকে পরাজিত করার পর এ দুই শহরের দিকে অগ্রসর হয় সিরিয় বাহিনী ও প্রতিরোধ আন্দোলনের সদস্যরা।

অবশেষে সিরিয় সেনাবাহিনী ও প্রতিরোধ আন্দোলনের সদস্যরা জনগণের সহযোগিতায় তুমুল সংঘর্ষের পর এ দু’টি শহরকে মুক্ত করতে সক্ষম হয়েছে।#

ভিডিওটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।