‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : শীর্ষনিউজ
বৃহস্পতিবার

১০ মার্চ ২০১৬

১:৩০:১১ AM
740050

পাবলিক প্লেসে নেকাব নিষিদ্ধ করবে মিশর

মুখ ঢেকে রাখে এমন পোশাক পাবলিক প্লেসে পরা নিষিদ্ধ করতে আইনের খসড়া তৈরি করেছে মিসরের পার্লামেন্ট।

আবনা ডেস্ক: মুখ ঢেকে রাখে এমন পোশাক পাবলিক প্লেসে পরা নিষিদ্ধ করতে আইনের খসড়া তৈরি করেছে মিসরের পার্লামেন্ট। নতুন এই আইনটি পাশ হলে পাবলিক প্লেস ও সরকারি প্রতিষ্ঠানে নেকাব পরে যাওয়া নিষিদ্ধ হয়ে যাবে। দেশটিতে মুসলিম নারীদের মধ্যে অনেকেই শুধুমাত্র চোখ বাদে মুখমণ্ডল ঢেকে রেখে বোরকা পরেন।
দেশটির পার্লামেন্ট সদস্য ও আল আজহার বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক আইনের অধ্যাপক যিনি এই আইনের পক্ষে অবস্থান নিয়েছেন গণমাধ্যমকে বলেন, নেকাব পরতে ইসলামে কোরন্ বাধ্যবাধকতা নেই। তার দাবি, এই সংস্কৃতিটি অন্য ধর্ম থেকে ইসলামে এসেছে।
তিনি যুক্তি দিয়ে বলেন, ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের ইহুদিদের ঐতিহ্য ছিল এটি! এছাড়াও নারীদের মুখ ঢাকা রাখার বিষয়টি কুরআনের বিভিন্ন আয়াতের সঙ্গে সাংঘর্ষিক। তিনি আরো বলেন, এর বদলে কুরআনে শালীন পোশাক পরতে ও চুল ঢেকে রাখতে বলা হয়েছে, কোথাও মুখ ঢাকতে বলা হয়নি।
গত কয়েক বছরে মিশরের বিভিন্ন যায়গায় নেকাব পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে কায়রো বিশ্ববিদ্যালয় তার চিকিৎসা অনুষদের ডাক্তার ও নার্সদের নেকাব পরা নিষিদ্ধ করে। গত বছর সেপ্টেম্বরে শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে কর্মচারীদের জন্য নেকাব নিষিদ্ধ করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। (বিবিসি)