‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : নিজস্ব প্রতিবেদক
শনিবার

২ এপ্রিল ২০১৬

৯:২৬:২৫ AM
744558

ওয়াহাবিদের বাধায় মাঝ পথে শেষ হল ফাতেমা (আ.)’র জন্মবার্ষিকীর মাহফিল

হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাহফিলের জন্য বাঙ্গিল পুলিশের কাছ থেকে অনুমোদন নেয়া হলেও উগ্র ওয়াহাবিদের বাধার মুখে সময়ের পূর্বে মাহফিলের সমাপ্তি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): হযরত সিদ্দিকায়ে কোবরা ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আনন্দ মাহফিল ইন্দোনেশিয়ার বাঙ্গিল শহরে গতকাল শুক্রবার (২রা এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। এতে ধর্মপ্রাণ সুন্নি মুসলমানরাও উপস্থিত ছিলেন।
মাহফিল অনুষ্ঠানের সময় একদল উগ্র ওয়াহাবি ঐ স্থানে উপস্থিত হয়ে শিয়া বিরোধী শ্লোগান দিতে থাকে। এ সময় তারা ঐ মাহফিল বন্ধের দাবী জানায়!
বাঙ্গিল থেকে আবনা প্রতিবেদক জানিয়েছে যে, বিক্ষোভরত ঐ উগ্র ওয়াহাবিদের মতে, এ ধরণের অনুষ্ঠানের আয়োজন ইন্দোনেশিয়ায় শিয়া মাযহাবের প্রসারের কারণ হবে। তাই এতে বাধা সৃষ্টি করতে হবে।
উগ্র ওয়াহাবিদের শিয়া বিরোধী শ্লোগানের জবাবে মাহফিলে উপস্থিত ইন্দোনেশিয়ান নারীরা ‘দরুদ’ এবং হযরত ফাতেমা যাহরা (সা. আ.)-এর শানে উচ্চস্বরে কাসিদা পাঠ করেন।
উগ্র ওয়াহাবিরা জোরপূর্বক ঐ অনুষ্ঠানে প্রবেশ করতে চাইলে উপস্থিত মহিলা পুলিশের একটি দল তাদেরকে বাধা দেন।
মাহফিলের পূর্বে কর্তৃপক্ষ স্থানীয় পুলিশ প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন নিয়েই মাহফিলের আয়োজন করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবছর এ মাহফিল অনুষ্ঠিত হলেও এ পর্যন্ত কখনই বাধার মুখে পড়েনি।
ওয়াহাবিদের প্রতিবাদের মুখে অবশেষে মাহফিলের স্বাভাবিক কার্যক্রম শেষ হওয়ার ৩ ঘন্টা পূর্বেই সকাল ১০টায় মাহফিল সমাপ্ত করতে বাধ্য হন কর্তৃপক্ষ। ঐ মাহফিল সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলার কথা ছিল।

বলাবাহুল্য, গত ২২শে অক্টোবর ২০১৫ এদেশের মাকাসসার শহরে শিয়া ও সুন্নি মুসলমানদের উপস্থিতিতে আয়োজিত শোক মজলিশ পণ্ড করে দিতে বিভিন্ন ধরনের শিয়া বিরোধী শ্লোগান দিয়েছিল উগ্র ওয়াহাবিরা। কিন্তু তাদের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর তারা ঐ স্থান থেকে বিক্ষিপ্ত হয়। পুলিশ এ সময় তাদেরকে ঘটনাস্থল ত্যাগ করতে বলে।
বাঙ্গিল শহরের ধর্মপ্রাণ শিয়া ও সুন্নি মুসলমানরা প্রতিবছর যৌথভাবে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) জন্মবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করে থাকে। কিন্তু সুন্নি মুসলমানদের বিপরীতে উগ্র ওয়াহাবিরা সর্বদা এ ধরনের অনুষ্ঠান পণ্ড করার চক্রান্তে লিপ্ত।#