‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

১৩ এপ্রিল ২০১৬

১:০৩:২৪ PM
747044

লেবাননের সাইদা অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণ (ছবি ১৮+)

লেবাননের দক্ষিন অঞ্চলের সাইদা’য় গাড়ী বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ফাতহ মুভমেন্টের কর্মকর্তা ‘ফাতহি যাইদান’।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ফিলিস্তিনের ফাতহ মুভমেন্টের কর্মকর্তা ‘ফাতহি যাইদান’কে বহনকারী গাড়ী সাইদা শহরের ‘আইনুল হালাওয়াহ’ শরণার্থী শিবিরে যাওয়ার পথে বোমা হামলার শিকার হয়। এ বিস্ফোরণে ফাতহি যাইদান ওরফে ‘যুরু’ শহীদ হয়েছেন।

আমেরিকান স্কুলের পাশে ঘটা এ বিস্ফোরণে অপর দুই ব্যক্তি আহত হয়েছে।

কিছু কিছু সংবাদ সূত্র জানিয়েছে, ফাতহি যাইদানের গাড়ীর ভেতর বা নীচে সরাসরি বোমা স্থাপন করা হয়েছিল।

আরব দেশগুলোতে অবস্থিত ফিলিস্তিনি শরণার্থী শিবিরের ব্যবস্থাপনা স্বয়ং ফিলিস্তিনিরাই করে থাকে। সিরিয়া ও লেবাননসহ যে সকল দেশে ফিলিস্তিনি শরণার্থী শিবির রয়েছে সেসব শিবিরগুলোতে ঐ দেশের পুলিশ বা আইন শৃংখলা রক্ষী বাহিনী সদস্যদের প্রবেশের অনুমতি নেই। আর এ কারণেই এ সকল শরণার্থী শিবিরের ব্যবস্থাপনা ফিলিস্তিনিদের জন্য অত্যন্ত গুরুত্ববহ।#