‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

১৫ এপ্রিল ২০১৬

১২:২৭:৫৮ PM
747450

সৌদিতে বন্যায় ১৮ জনের মৃত্যু (ছবি)

গত সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ ও বন্যায় ১৮ জনের মৃত্যু হয়েছে।

হলে বাইত বার্তা সংস্থা –আবনা- : গত সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ এবং বন্যায় ১৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ১৪ এপ্রিল) দেশটির বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সৌদি আরবের মক্কা মোকাররামা, মদিনা মুনাওয়ারা, রিয়াদ, জাযান ও আল-বাহাসহ বিভিন্ন অঞ্চলে গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে ভারী বর্ষণ শুরু হয়।

বন্যা কবলিত ৯১৫ জন মানুষকে এ পর্যন্ত উদ্ধারের তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সৌদি রেড ক্রিসেন্ট সোসাইটির পৃথক এক বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেন সীমান্তবর্তী জাযান এলাকায় ২ জন এবং আল-বাহা অঞ্চলে ১ জন মারা গেছে। এছাড়া আল-বাহা অঞ্চলে তীব্র বর্ষণের ফলে দুর্ঘটনায় ২৭ জন আহত হয়েছে।

এএফপি জানিয়েছে, এক সপ্তাহ ধরে ভারী ভর্ষণের ফলে বন্যা কবলিত হয়ে আছে সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির আরো অনেক এলাকা। গতকাল বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন শহরের স্কুল।

উল্লেখ্য, পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত দেশগুলোর বিভিন্ন শহরের মত সৌদি আরবের রিয়াদসহ অন্যান্য শহরের পানি নিস্কাসন ব্যবস্থা অত্যন্ত দুর্বল।#