‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

১ মে ২০১৬

১:৩৫:৩০ AM
751143

ইরাকে গাড়িবোমা বিস্ফোরণে ১৪ যায়েরের শাহাদাত (ছবি)

বাগদাদে হযরত ইমাম কাযেম (আ.) এর যায়েরদের পথে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন যায়ের শহীদ হয়েছেন।

হলে বাইত বার্তা সংস্থা –আবনা- : ইমাম কাযেম (আ.) এর যায়েরদের (যেয়ারতকারী) আগমনের পথে এ গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

বাগদাদের প্রদেশের নাহরেওয়ান অঞ্চলে এ বিস্ফোরণে অন্তত ১৪ জন শহীদ এবং ২৫ জন আহত হয়েছে।

বাগদাদের অপারেশন হেডকোয়ার্টারের মুখপাত্র কর্নেল সায়াদ মায়ান জানান: গতকাল (শনিবার ৩০ এপ্রিল) সকালে বাগদাদের দক্ষিন-পূর্বের নাহরেওয়ানের অন্তর্ভুক্ত আল-মাওয়াশি এলাকায় রাস্তার ধারে পার্ক করা একটি গাড়িবোমার বিস্ফোরণে এ ঘটনা ঘটে।

তিনি বলেন: নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিস্ফোরণের সাথে ঘটনাস্থলকে ঘিরে ফেলে। আহতদেরকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মোট কতজন এতে হতাহত হয়েছে তা নিশ্চিতভাবে বলা যায়নি তবে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে মোট ৩৯ জন হতাহত হয়েছে।

নবীবংশের সপ্তম ইমাম হযরত ইমাম মুসা কাযিম (আ.) এর শাহাদাত বার্ষিকীর শোক অনুষ্ঠান গত শুক্রবার (২৯ এপ্রিল) থেকে শুরু হয়েছে। এ অনুষ্ঠানে যোগ দিতে ইরাকের বিভিন্ন অঞ্চল থেকে আহলে বাইত (আ.) এর ভক্তরা ইমাম কাযিম (আ.) এর মাজারে সমবেত হন প্রতিবছর।#