‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

৫ মে ২০১৬

৬:৪৬:৩৩ AM
752147

তেহরানের আন্তর্জাতিক গ্রন্থমেলায় মাজমা’র অংশগ্রহণ

৩টি স্টল নিয়ে তেহরানের ২৯তম আন্তর্জাতিক গ্রন্থমেলায় অংশগ্রহণ করছে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (মাজমা)।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: বিগত বছরগুলোর মত এবারও তেহরানের আন্তর্জাতিক গ্রন্থমেলায় অংশগ্রহণ করছে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (মাজমা)। এবারের মেলায় মাজমা সর্বমোট ৩টি স্টল নিয়ে অংশগ্রহণ করছে।

গত মঙ্গলবার (৩ মে) তেহরানের ২৯তম গ্রন্থমেলা আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এ মেলা গতকাল (বুধবার ৪ মে) থেকে আগামী ১৪ মে নাগাদ সকলের জন্য উন্মুক্ত থাকবে।

বলাবাহুল্য, আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (মাজমা) এবং এর সাথে সম্পৃক্ত অন্যান্য সংগঠন এ নাগাদ বিশ্বের ৫৫টি ভাষায় মোট ১৭০০ বই ও সফ্টওয়্যার তৈরী করেছে। ঐ সকল বই ও সফ্টওয়্যারের একাংশে মাজমা’র ৩ স্টলে উপস্থাপিত হয়েছে।#