‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

১৪ মে ২০১৬

১২:০২:৪২ AM
753991

ইয়েমেনে মার্কিন বিরোধী বিক্ষোভ (ছবি)

বিক্ষোভ-মিছিলের মাধ্যমে মার্কিন সৈন্যদের ইয়েমেনে উপস্থিতির বিরোধিতা করেছে ইয়েমেনের জনগণ।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : ইয়েমেনের রাজধানী সানয়া’তে এ   বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। লক্ষ লক্ষ ইয়েমেনিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ বিক্ষোভের মাধ্যমে মার্কিন সৈন্যদের ইয়েমেনে প্রবেশের নিন্দা জানানো হয়।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী ইয়েমেনিরা হাতে বিভিন্ন প্লেকার্ড বহন করে মার্কিনীদের ইয়েমেনে প্রবেশের বিরোধিতা করেছে।

এছাড়া এর নিন্দায় ‘আমেরিকা বড় শয়তান’, ‘আমেরিকা ধ্বংস হোক’, ‘জনগণ দখলদারদের বহিস্কার চায়’, ‘তোমাদের কবরস্থান ইয়েমেনে স্বাগতম’ ইত্যাদি শ্লোগান দেয় বিক্ষোভকারীরা।

বিগত কয়েকদিনে শত শত সুসজ্জিত মার্কিন সেনা ইয়েমেনের দক্ষিন অঞ্চলের কয়েকটি সামরিক ঘাঁটিতে প্রবেশ করেছে।

স্বৈরাচারী সৌদি সরকার মার্কিনীদের সহযোগিতায় গত বছরের ২৬শে মার্চ থেকে ইয়েমেনের উপর উপর্যপুরি হামলা শুরু করে। সৌদি আরবের বিমান হামলায় এ নাগাদ ইয়েমেনের হাজার হাজার বেসামরিক লোক শহীদ হয়েছেন।#