‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

১৭ মে ২০১৬

৩:৩৪:৩১ AM
754729

শিয়া হত্যার প্রতিবাদে অনশনে বসেছেন আল্লামা জাফারি (ছবি)

পাকিস্তানের করাচি ও পারাচিনার শহরে শিয়া হত্যার প্রতিবাদ গত ৪ দিন যাবত অনশনে বসেছেন পাকিস্তানের মাজলিস-এ ওয়াহদাতে মুসলিমীনের মহাসচিব।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: পাকিস্তানের করাচি ও পারাচিনার শহরে শিয়া হত্যার প্রতিবাদে ইসলামাবাদ প্রেসক্লাবের সামনে গত ৪ দিন যাবত অনশনে বসেছেন পাকিস্তানের মাজলিস-এ ওয়াহদাতে মুসলিমীনের মহাসচিব ‘আল্লামা রাজা নাসের আব্বাস জাফারি’ ও শিয়া মুসলিমদের একটি দল।

করাচিতে মানবাধিকার বিষয়ে সক্রিয় একজন শিয়া মুসলিমকে হত্যা, একজন আইনজীবিসহ ডেরা ইসমাইল খান শহরে ৩ জন শিয়া হত্যা এবং পারাচিনারে আন্দোলনরত শিয়াদের উপর নিরাপত্তা বাহিনী’র হামলার প্রতিবাদে এ অনশন কর্মসূচী পালিত হচ্ছে। নিরাপত্তা বাহিনী’র ঐ হামলায় একজন শিয়া মুসলিম প্রাণ হারান।

আগে পাকিস্তানি শিয়ারা সন্ত্রাসীদের পরিকল্পিত হামলার শিকার হয়ে প্রাণ হারাত কিন্তু এখন নিরাপত্তা বাহিনী’র গুলিতেও প্রাণ দিতে হচ্ছে নিরীহ শিয়াদের। শিয়াদের উপর নিরাপত্তা বাহিনী’র হামলায় অন্তত ১০ জন শিয়া আহত হয়েছে বলে জানা গেছে।

অনশনরত ব্যক্তিরা অনতিবিলম্বে এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে, পাকিস্তানের অন্যান্য শহরে অনশন কর্মসূচী পালনের মাধ্যমে জীবনের নিরাপত্তার মত নূন্যতম অধিকার পূরণের দাবী জানিয়েছে ঐ সকল শহরের শিয়া মুসলিমরা।

আল্লামা রাজা নাসের জাফারি’র ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, অনশনের ফলে আল্লামা’র শারীরীক অবস্থার অবনতি ঘটেছে এবং তার ব্যক্তিগত চিকিৎসকও এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মাজলিস-এ ওয়াহদাতে মুসলিমীনের মহাসচিব অনশনরত অবস্থায় সাংবাদিকদের দেয়া সাক্ষাতকারে বলেন: সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড এবং শিয়া হত্যার সাথে জড়িতদের দ্রুত আটক ও শাস্তি প্রদানের বিষয়ে সরকার কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ না করা পর্যন্ত আমরা অনশন অব্যাহত রাখবো।#