‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

২৭ মে ২০১৬

৬:৪৮:৫৪ AM
756604

মুসলমান হলেন ক্যামেরুনের এক খ্রিষ্টান যুবতি

ইরানের কেশম জেলার জুমআর খতিবের উপস্থিতিতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ক্যামেরুনের এক নারী পর্যটক।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ইরানের কেশম দ্বীপ সফরে মুসলমান হয়েছেন ক্যামেরুনের খ্রিষ্টান যুবতি ইনাম কিসো (২৬)। তিনি জেলার জুমআর খতিবের উপস্থিতিতে শাহাদাতাইন পাঠের মাধ্যমে পবিত্র ইসলাম ধর্মে অধিষ্ঠিত হওয়ার ঘোষণা দেন এবং ‘ফাতেমা’ নামটিকে নিজের নতুন নাম হিসেবে বেছে নেন।

কেশম দ্বীপ ঘুরতে আসা ঐ যুবতি জেলার জুমআর খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জৌকারে’র দপ্তরে ইসলাম গ্রহণ করেছেন।

দুবাইয়ের একটি কলেজে শিক্ষকতায় নিয়োজিত ইনাম কিসো ইরানের কেশম দ্বীপের পর্যটন স্পটগুলো পরিদর্শনের উদ্দেশ্যে গত ৪ মে এ দ্বীপে এসেছিলেন। ইসলাম ধর্ম সম্পর্কে পরিচিতি লাভের পর এ ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন তিনি এবং আহলে বাইত (আ.) এর মাযহাবকে নিজের অনুকরণীয় মাযহাব হিসেবে গ্রহণ করেন।#