‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

৮ জুন ২০১৬

১২:৩৬:১৬ PM
759001

কারবালায় বোমা বিস্ফোরণ; দায়েশের দায় স্বীকার

ইরাকের পবিত্র কারবালা শহরে গাড়িবোমা বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ভয়াবহ এক গাড়িবোমা বিস্ফোরণে প্রকম্পিত হয়েছে কারবালা শহর।

কারবালা শহরের আল-মুওয়াযযাফীনি এলাকায় এ গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানা গেছে।

কিছু কিছু গণমাধ্যমের দাবী, ইমাম হুসাইন (আ.) এর মাজার থেকে দেড় কিলোমিটার দূরত্বে এ বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে ৮ জন ইরাকি শহীদ এবং ২১ জন আহত হয়েছে।

এদিকে আলজাজিরা জানিয়েছে, বিস্ফোরণের দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ (আইএসআইএল)।

উল্লেখ্য, বিগত বছরগুলোতে কারবালা শহর কড়া নিরাপত্তা বেষ্টনিতে আবদ্ধ ছিল এবং এ সময় ইরাকের অন্যান্য শহরগুলোর তুলনায় কারবালার উপর সন্ত্রাসী হামলার সংখ্যা ছিল নগন্য।#