‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : শীর্ষনিউজ
রবিবার

১২ জুন ২০১৬

৪:০৫:২৪ AM
759668

ইসরাইলি চাপে হাজার হাজার পোস্ট মুছে দিল ফেসবুক ও টুইটার

ইহুদিবাদী ইসরায়েলের চাপে ফেসবুক এবং টুইটার ফিলিস্তিন সম্পর্কিত কয়েক হাজার পোস্ট, পেজ এবং অ্যাকাউন্ট মুছে দিয়েছে।

আবনা ডেস্ক: ইহুদিবাদী ইসরায়েলের চাপে ফেসবুক এবং টুইটার ফিলিস্তিন সম্পর্কিত কয়েক হাজার পোস্ট, পেজ এবং অ্যাকাউন্ট মুছে দিয়েছে।
বুধবার ইংল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বার্তাসংস্থা কুদস প্রেস এ খবর দিয়েছে।
জায়নবাদী ইসরাইলি পত্রিকা ইয়েদিওথ আহরনোথ জানিয়েছে, দেশটির বিচারমন্ত্রী আয়েলেত শাকেদ বলেছেন, ‘‘আমাদের দাবি অনুযায়ী আমরা লক্ষ্যমাত্রার ৭০ শতাংশ অর্জন করতে পেরেছি।’’
তার দাবি, ‘‘ইন্টারনেটে আত্মঘাতি হামলা এবং সহিংসতা উসকে দেয়ার মতো কনটেন্ট মুছে দিতে সক্ষম হয়েছি আমরা’’।
এর তিন দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে জিহাদের উসকানি দেয়া এবং ঘৃণাত্মক বিষয় ছড়ানোর পোস্ট বন্ধ করতে ফেসবুক, টুইটার এবং গুগলের সঙ্গে বৈঠক করেন ইহুদিবাদী এ মন্ত্রী।
উল্লেখ্য, ফিলিস্তিনী ভূখণ্ড দখল করে প্রতিষ্ঠিত একমাত্র ইহুদি রাষ্ট্র হচ্ছে ইসরাইল। পঞ্চাশ বছরের অধিক সময় পার হয়ে গেলেও দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি বিশ্বের বহু দেশ। ইসরাইলের আইন অনুযায়ী, সারাবিশ্বের সব ইহুদিই তিনি যে দেশেরই নাগরিক হোন না কেন তিনি ইসরাইলেরও নাগরিক হিসেবে গণ্য হবে। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ একজন আমেরিকান ইহুদি। গুগলের দুই প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন ও ল্যারি পেজ দুজনেই আমেরিকান ইহুদি।#