‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : banglanews24
সোমবার

২০ জুন ২০১৬

৪:০৮:১৩ PM
761386

মুরসির যাবজ্জীবন, সাংবাদিকসহ ৬ জনের মৃত্যুদণ্ড

মিশরে গুপ্তচরবৃত্তির দায়ে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

আবনা ডেস্ক : মিশরে গুপ্তচরবৃত্তির দায়ে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একই মামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাবেক দুই সাংবাদিকসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন তথ্য কাতারে পাচারের দোষ প্রমাণিত হওয়ায় এই রায় দেন আদালত।
রোববার (১৯ জুন) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
এর আগে ৭ মে মিশরের রাজধানী কায়রোর একটি আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার সুপারিশ জানানো হয়।
এদিকে, আল-জাজিরার সাংবাদিকদের বিরুদ্ধে মোহাম্মদ মুরসির সরকারকে সহযোগিতা করার অভিযোগ আনা হলেও তা বরাবরই অস্বীকার করে আসছে সংবাদমাধ্যমটি।
গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালের জুলাইয়ে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। সেনাবাহিনীর প্রধান আবদেল ফাত্তাহ সিসি নির্বাচন করে এখন প্রেসিডেন্ট পদে ক্ষমতাসীন। তিনি ক্ষমতায় বসার পর থেকে মুরসির দল কট্টরপন্থী ব্রাদারহুডসহ অনেক রাজনৈতিক দলের নেতাকর্মী ও সংবাদকর্মীকে বিচারের মুখোমুখি হতে হয়েছে।