‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Abna
রবিবার

৩ জুলাই ২০১৬

৪:৩৪:০৭ PM
763909

বাগদাদে ২ বোমা হামলায় ৭৩ জন হতাহত (ছবি)

কারাদা মারইয়াম এলাকায় একটি ইমামবাড়ির পাশে ঘটানো বিস্ফোরণ এবং রাজধানী বাগদাদের অপর একটি এলাকায় ঘটানো বিস্ফোরণের দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: বাগদাদের আল-কারাদা অঞ্চলের বিস্ফোরণে অন্তত ২৩ জন শহীদ এবং অপর ৪৫ জন আহত হয়েছে।

বিস্ফোরণটি ‘আব্দুর রাসূল আলী’ ইমামবাড়ি এবং একটি শপিং কমপ্লেক্সের নিকটে ঘটানো হয়েছে। কমপ্লেক্সটিতে পবিত্র রমজান মাসে সেহরি পর্যন্ত অত্যন্ত ভীড় থাকে। বিস্ফোরণের তীব্রতা এত বেশী ছিল যে, শহীদদের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

কারাদা মারইয়াম এলাকা একটি গাড়ী বোমা বিস্ফোরণের মাধ্যমে এ হামলা চালানো হয়। বিস্ফোরণ স্থলের শপিং কমপ্লেক্সটি দীর্ঘ একঘন্টা যাবত আগুনে জ্বলতে থাকে। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীরা জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সাধারণত ইফতারের পর দিনের প্রচন্ড গরম হাওয়া একটি ঠান্ডা হলেই বাজারগুলোতে জনগণের আনাগোনা বৃদ্ধি পায়। আর প্রায়শই বাগদাদের জনগণ রাতের খাবার অথবা সেহরি স্থানীয় রেস্টুরেন্টগুলোতেই সেরে থাকে।

এদিকে, একই সময় বাগদাদের উত্তরে অবস্থিত আশ-শা’ব অঞ্চলের আস-সাহাহ এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জন শহীদ এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

এ প্রতিবেদনের ভিত্তিতে, ঐ এলাকার একটি বাজারে হাতে তৈরী বোমার মাধ্যমে ঐ বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানা গেছে।

সন্ত্রাসী গোষ্ঠি আইএসআইএল (দায়েশ) হামলা দু’টির দায় স্বীকার করেছে।

এদিকে, দায়েশ ঘোষণা করেছে যে, ঐ হামলায় ৪০ জন শিয়া নিহত এবং ৮০ জন আহত হয়েছে।

বেশ কিছুদিন যাবত তাকফিরিদের হামলা থেকে ইরাকের রাজধানী সুরক্ষিত থাকার পর হঠাত এ হামলার ঘটনা ঘটলো।

উল্লেখ্য, বিগত সপ্তাহগুলোতে ইরাকের মসুল ও আল-আনবার প্রদেশে ভারী পরাজয়ের সম্মুখীন হয়েছে দায়েশ। বাগদাদের ৫৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ফালুজা শহরের উপর দীর্ঘ ৩০ মাস নিয়ন্ত্রণ ছিল দায়েশের। প্রায় এক মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে গত সপ্তাহে শহরটির উপর পূণঃনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে ইরাকি সৈন্যরা।#