‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Abna
সোমবার

৪ জুলাই ২০১৬

৯:৪০:৫৩ AM
764033

জেদ্দায় মার্কিন কনস্যুলেটে আত্মঘাতী হামলা

সৌদি আরবের জেদ্দায় অবস্থিত মার্কিন কনস্যুলেটে হামলার ঘটনায় হামলাকারী নিহত এবং ২ জন নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: জেদ্দায় অবস্থিত মার্কিন কনস্যুলেটে আত্মঘাতী হামলার ঘটনায় ১ ব্যক্তি নিহত এবং ২ জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে এ হামলা চালানো হল।

পুলিশ সূত্র জানিয়েছে, এক্সপ্লোসিভ বেল্ট বহনকারী আত্মঘাতী ব্যক্তি মার্কিন কনস্যুলটে প্রবেশের পূর্বে নিরাপত্তা কর্মকর্তাদের গুলিতে নিহত হয়েছে।

রিয়াদ থেকে স্কাইনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দার স্থানীয় সময় রাত ৩টার দিকে এ হামলা চালানো হয়। কনস্যুলেটের পাশে অবস্থিত হাসপাতালের গাড়ী রাখার স্থানে অবস্থানকারী এক ব্যক্তির উপর সন্দেহ হলে নিরাপত্তা কর্মকর্তারা তাকে বাধা দেয়। এ সময় হামলাকারী নিরাপত্তা কর্মকর্তাদের উদ্দেশ্যে গুলি ছুঁড়লে তারাও পাল্টা গুলি চালায়। কিন্তু গুলি বিদ্ধ হওয়ার সাথে সাথে আত্মঘাতী ব্যক্তি তার সাথে থাকা এক্সপ্লোসিভ বেল্টের বিস্ফোরণ ঘটায়।

উকাজ ওয়েব সাইট জানিয়েছে: আত্মঘাতী ঐ ব্যক্তি নিহত হয়েছে এবং এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের সংখ্যা নিশ্চিতভাবে প্রকাশ করা হয়নি। আত্মঘাতী ঐ ব্যক্তি একটি গাড়ীতে করে মার্কিন কনস্যুলেটের কাছে অবস্থিত একটি মসজিদের দিকে যাচ্ছিল। বলা হচ্ছে যে, মার্কিন কনস্যুলেটে কর্মরত সকল ব্যক্তিকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

সাবাক নিউজ ওয়েব সাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের এ হামলায় ২ পুলিশ আহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, জেদ্দা বিস্ফোরণের বিষয়ে এ মন্ত্রণালয় অবহিত এবং অধিক তথ্য সংগ্রহের জন্য সৌদি কর্তৃপক্ষকে সহযোগিতা করছে।

সৌদিতে নিযুক্ত মার্কিন কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, কনস্যুলেটের কোন কর্মকর্তা বা কর্মচারী এ হামলায় হতাহত হয়নি।

বিস্ফোরণের পর মার্কিন কনস্যুলেটের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বলাবাহুল্য, ২০০৪ সালে জেদ্দায় মার্কিন কনস্যুলেটে চালানো এক হামলায় ৯ ব্যক্তি নিহত হয়।#