‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

২৭ জুলাই ২০১৬

১:০৪:২৬ PM
768344

কাবুলে সন্ত্রাসী হামলার নিন্দায় মাজমার বিবৃতি

আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্ত্রাসী হামলায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে প্রদত্ত মাজমা’র বিবৃতিতে বলা হয়েছে, আলকায়েদা, তালেবান, দায়েশ ও নুসরা ফ্রন্ট মুসলিম বিশ্বের ভাবমূর্তি বিকৃত করছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: বিবৃতিতে আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্ত্রাসী হামলার নিন্দা এবং এতে ক্ষতিগ্রস্থদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (মাজমা)।

বিবৃতিতে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের কর্তব্য পালনের পাশাপাশি এ ধরনের জঘন্য অপরাধকর্মের পথরোধ করে সন্ত্রাসবাদের মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্যসকল প্রভাবশালী ব্যক্তিত্ব, গণসংস্থাসমূহ, জাতিসংঘ -বিশেষত জাতিসংঘের মহসচিব-এর প্রতি আহবান জানানো হয়েছে।

 

বিবৃতির মূল অংশ:

 

বিসমিল্লাহির রাহমানির রাহিম

و سیعلم الذین ظلموا أیّ مُنقَلَبٍ یَنقَلِبون

“অত্যাচারীরা শীঘ্রই জানিবে কোন্ স্থলে উহারা প্রত্যাবর্তন করিবে।” (শোআরা : ২২৭)

আবারো বিভেদ সৃষ্টিকারী, উগ্রতাবাদী, গোঁড়া ও তাকফিরি সন্ত্রাসী দায়েশ (আইএসআইএল) তাদের প্রকৃত চেহারা প্রকাশ করেছে। এবার বোমা বিস্ফোরণের মাধ্যমে শত শত নিরাপরাধ মানুষের রক্তে রঙিন করেছে কাবুলের দাহ মাযাং চত্বরকে।

ঔপনিবেশিকদের মূলমন্ত্র ‘ডিভাইড এ্যান্ড রুল’, ধূর্ত উপনিবেশিক ব্রিটেনের পুরাতন কৌশলগুলোর অন্যতম।

বর্তমানে আলকায়েদা, তালেবান, দায়েশ ও নুসরা ফ্রন্টের ন্যায় তাকফিরি-সন্ত্রাসী গ্রুপের রূপে সাম্প্রদায়িক উগ্রতা মুসলিম বিশ্বের শান্তিকে বিনষ্ট করে চলেছে। কিন্তু এ ধরনের অপরাধকর্ম মুসলিম উম্মাহকে তার বৃহত ও ঐশী লক্ষ্যে পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করতে পারবে না। নিঃসন্দেহে আমেরিকার বিভেদ সৃষ্টিকারী পদক্ষেপ বিশ্বের বুকে ধুলিস্যাত হবে এবং কুদসের দখলদার ও স্বৈরাচারী আরব দেশগুলোকে পরাজয়ের মুখোমুখি করেবে।

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা তার সত্তাগত দায়িত্ব –বিশ্বের সকল অসহায় ও নিপীড়তদের মুসলিমদের সমর্থন ও স্বার্থ রক্ষা করা- পালনার্থে ইসলাম ও মানবতা বিরোধী এ পদক্ষেপের নিন্দা জানায়। পাশাপাশি হামলায় ক্ষতিগ্রস্থদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন পূর্বক আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের কর্তব্য পালনের পাশাপাশি এ ধরনের জঘন্য অপরাধকর্মের পথরোধ করে সন্ত্রাসবাদের মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্যসকল প্রভাবশালী ব্যক্তিত্ব, গণসংস্থাসমূহ এবং জাতিসংঘ -বিশেষত জাতিসংঘের মহসচিব-এর প্রতি আহবান জানাই।

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা

২৪ জুন-২০১৬

প্রসঙ্গত, গত শনিবার (২৩ জুলাই) আফগানিস্তানের রাজধানী কাবুলের দাহ মাযাং চত্বরে সমাবেশরত ‘রৌশনায়ী মুভমেন্টে’র একটি সমাবেশ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৮০ জন নিরীহ বেসামরিক লোক প্রাণ হারান। এ ঘটনায় প্রায় আড়াই শতাধিক ব্যক্তি আহত হয়েছে।#