‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

২৭ জুলাই ২০১৬

২:৫৯:৩৭ PM
768361

সিরিয়া দু’টি আত্মঘাতী বিস্ফোরণ ; ২ শতাধিক হতাহত

তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় কামশালি শহরের পশ্চিমের একটি এলাকায় দু’টি আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত এবং বহু লোক আহত হয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: সিরিয়ার আল-কামশালি শহরের ‘আল-হেলালিয়া’ এলাকায় গাড়ী বোমার বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত এবং ১৭০ জন আহত হয়েছে।

সংবাদ সূত্রগুলো জানিয়েছে, আজ (বুধবার, ২৭ জুলাই) তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার কামশালি শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম বিস্ফোরণটি গাড়ীবোমা বিস্ফোরণের মাধ্যমে এবং দ্বিতীয়টি মোটরসাইকেলে রাখা বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণের মাধ্যমে ঘটানো হয়েছে।

সিরিয়ায় তৎপর লন্ডন ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, বিস্ফোরণ দু’টির একটি সিরিয়ার হাসাকেহ প্রদেশের কয়েকটি এলাকা নিয়ন্ত্রণকারী কুর্দি কর্মকর্তাদের একটি ভবনের পাশে ঘটানো হয়েছে।

এদিকে, সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ (আইএসআইএল) কর্তৃক এ বিস্ফোরণের দায় স্বীকারের কথা জানিয়েছে লেবাননের আল-আহদ ওয়েব সাইট।

সন্ত্রাসী গ্রুপ দায়েশের সাথে সম্পৃক্ত ওয়েব সাইট ‘আমাক’ এ বিস্ফোরণের দায় স্বীকার করেছে বলেছে যে, আত্মঘাতী (তাদের ভাষ্যমতে শাহাদাতপ্রেমী) একব্যক্তি বোমাধারী একটি ট্রাকের মাধ্যমে কুর্দিদের একটি ঘাঁটিতে হামলা চালায়।

দায়েশের আরো দাবী, ‘এ অভিযানে ১ শতাধিক ব্যক্তি নিহত এবং বহু লোক আহত হয়েছে।’

প্রসঙ্গত, গতবছর দায়েশ সন্ত্রাসীরা কামশালি শহরে হামলা চালিয়ে শহরটি দখল করে নেয়। কিন্তু কুর্দিরা প্রতিরোধ গড়ে তুলে দায়েশের হাত থেকে শহরটিকে পুনরায় উদ্ধার করতে সক্ষম হয়।#