‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

২৮ জুলাই ২০১৬

৩:৪৯:১৮ PM
768591

শেইখ ঈসা কাসেমের বাড়ীকে ঘিরে বাহরাইনের জনগণের মানববন্ধ (ছবি)

গত পরশু রাতে বাহরাইনের হাজার হাজার জনগণ সকাল পর্যন্ত আয়াতুল্লাহ ঈসা কাসেমের বাড়ীর চারপাশে অনশন কর্মসূচী পালন করেছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: আয়াতুল্লাহ ঈসা কাসেমের বিচার শুরুর বিষয়ে স্বৈরশাসক আলে খলিফার সিদ্ধান্তের সংবাদ প্রকাশ এবং বাহরাইনের জনগণের উপর দমননীতি বৃদ্ধি করার পর দেশটির সাধারণ জনগণ গত মঙ্গলবার রাতে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে।

গত মঙ্গলবার (২৬ জুলাই) বাহরাইনের হাজার হাজার জনগণ সকাল পর্যন্ত ঈসা কাসেমের বাড়ীর চারপাশে অনশন কর্মসূচী পালন করে। ঐ রাতে ৮:৩০ মিনিটে বাহরাইনের সকল এলাকার লাইট বন্ধ করে স্বৈরশাসকের সিদ্ধান্তের প্রতিবাদ জানায় জনতা।

রাত ৯টায় জনগণ বাহরাইনের সকল এলাকা থেকে ‘আল্লাহু আকবার’ তাকবির দিতে থাকে এবং এরপর রাস্তায় নেমে আসে।

এদিকে, আয়াতুল্লাহ ঈসা কাসেমের বিরুদ্ধে গৃহীত সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে বাহরাইনের শীর্ষস্থানীয় আলেমরা।

কোয়ালিশন ইয়থ অব ১৪ ফেব্রুয়ারি রেভ্যুলুশন এক বিবৃতিতে, বাহরাইনের শীর্ষস্থানীয় আলেমের বিরুদ্ধে এ পদক্ষেপকে বিপজ্জনক বলে আখ্যায়িত করে বলেছে: এ পদক্ষেপ সকল আরব ও মুসলিম উম্মাহর মাঝে জাগরণ সৃষ্টি করবে।

প্রসঙ্গত, এর পূর্বে বাহরাইনের স্বৈরশাসক  হামাদ বিন ঈসা আলে খলিফা দেশের শীর্ষস্থানীয় শিয়া আলেম আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসেমের নাগরিকত্ব কেড়ে নেয়।#