‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

২ আগস্ট ২০১৬

২:৩০:৩৬ PM
769606

ভারতের প্রখ্যাত আলেমের মৃত্যুতে মাজমা’র শোক প্রকাশ

বিবৃতি প্রদান করে ভারতের বিশিষ্ট শিয়া আলেম ‘শেখ মুহাম্মাদ হুসাইন জাকেরি কারগিলী’র মৃত্যুতে শোক প্রকাশ করেছে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ভারতের বিশিষ্ট শিয়া আলেম ও ইমাম খোমেনি (রহ.) মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা ‘শেখ মুহাম্মাদ হুসাইন জাকেরি কারগিলী’র মৃত্যুতে শোক প্রকাশ করেছে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (মাজমা)।

মাজমা’র ঐ বিবৃতিতে বলা হয়েছে, আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার সাধারণ পরিষদের সদস্য ও ইমাম খোমেনি মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মাওলানা শেখ মুহাম্মাদ হুসাইন জাকেরি কারগিলী’র মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

বিবৃতিতে আরো বলা হয়, তিনি ইমাম খোমেনি (রহ.) মেমোরিয়াল ট্রাস্ট প্রতিষ্ঠার মাধ্যমে ঐ মহান নেতার চিন্তা-চেতনা, আধ্যাত্মিকতা ও নীতি’র প্রসার ঘটিয়েছেন এবং ভারতের জনগণকে ইসলামি বিপ্লব সম্পর্কে পরিচয় করিয়েছেন।

বিবৃতির শেষাংশে বলা হয়েছে, আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার পক্ষ থেকে বিশিষ্ট এ আলেমের মৃত্যুতে সর্বোচ্চ নেতা, আলেম সমাজ, কার্গিল ও লাদ্দাখের মু’মিন ও বিপ্লবী জনতা, তার সহকর্মীগণ এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি মরহুমের জন্য মহান আল্লাহর দরবারের রহমত ও মাগফেরাত কামনা করছি এবং তার পরিবারের জন্য ধৈর্য প্রার্থনা করছি।

প্রসঙ্গত, শেখ মুহাম্মাদ হুসাইন জাকেরি কারগিলী গত বৃহস্পতিবার (২৮ জুলাই ২০১৬) ইন্তেকাল করেন।#