‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : sheershanewsbd
বুধবার

৩ আগস্ট ২০১৬

৪:৪৫:৫৬ PM
769848

সিরিয়া আইএসআইএলের রাসায়নিক হামলা: নিহত ৫

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের একটি আবাসিক এলাকায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল রাসায়নিক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

আবনা ডেস্ক: সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের একটি আবাসিক এলাকায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল রাসায়নিক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
আলেপ্পোর স্বাস্থ্য বিভাগের পরিচালক মুহাম্মাদ হাজুরি জানিয়েছেন, রাসায়নিক হামলায় পাঁচজন নিহত ও আটজন আহত হয়েছেন।
আহতরা শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট পাচ্ছেন। হাজুরি জানান, পুরনো আলেপ্পোর একটি আবাসিক এলাকায় সন্ত্রাসীদের ছোঁড়া গোলা এসে পড়লে এসব মানুষ হতাহত হন। ওই গোলায় বিষাক্ত গ্যাস ছিল বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে।
সরকারি সূত্র বলছে, সন্ত্রাসীরা ইদলিব প্রদেশের সারাকিব শহরেও রাসায়নিক বিস্ফোরক ব্যবহার করেছে কিন্তু তারা এ তার দায় চাপিয়েছে সরকারি সেনাদের ওপর। সারাকিব শহরের স্নায়ু বিশেষজ্ঞ ডাক্তার ইব্রাহিম আল-আসাদ বলেন, গত সোমবার রাতে হাসপাতালে আনা অন্তত ১৬ জনকে তিনি চিকিৎসা দিয়েছেন এবং তারা সবাই রাসায়নিক গ্যাসে আক্রান্ত ছিলেন। তিনি জানান, আহতদের বেশিরভাগই নারী ও শিশু ছিল।#