‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

৪ আগস্ট ২০১৬

১:৪১:৩৬ PM
770010

পাকিস্তানের কুয়েত্তায় যায়েরদের উপর সন্ত্রাসী হামলা (ছবি)

যেয়ারতের উদ্দেশ্যে পাকিস্তান থেকে ইরানের উদ্দেশ্যে রওনা হওয়া যায়েররা দেশটির কুয়েত্তা শহরে সন্ত্রাসী হামলার মুখে পড়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: নবী বংশের অষ্টম ইমাম হযরত আলী ইবনে মুসা আর-রেযা (আ.)-এর যেয়ারতের জন্য পাকিস্তান থেকে ইরানের উদ্দেশ্যে রওনা হওয়া যায়েররা পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যের কুয়েত্তা শহরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তান রাজ্যের প্রাণকেন্দ্র কুয়েত্তা শহরের স্পেনি সড়কে তাকফিরি সন্ত্রাসীরা দূর নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণের মাধ্যমে পাকিস্তানি যায়েরদেরকে লক্ষ্য করে এ হামলা চালায়। বিস্ফোরণে ৫ জন আহত হয়েছেন।

বলা হচ্ছে, হামলায় পাকিস্তানি যায়েরদেরকে বহনকারী ৩টি বাস ক্ষতিগ্রস্থ না হলেও এতে ৩ জন পুলিশ ও ২ জন বেসামরিক লোক আহত হয়েছেন।

কুয়েত্তা পুলিশের ডিআইজি ‘চৌধুরি মনজুর সারওয়ার’, পাকিস্তানি যায়েরদেরকে লক্ষ্য করে চালানো এ সন্ত্রাসী হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন: হামলার শিকার ঐ যায়েররা পাকিস্তানের সিন্ধু প্রদেশের সিখের অঞ্চলের বাসিন্দা।

বেলুচিস্তান রাজ্যের বিশেষতঃ কুয়েত্তা শহরের আহলে বাইত (আ.) এর অনুসারীরা পূর্বপরিকল্পিতভাবে গণহত্যার শিকার হলেও প্রাদেশিক কর্মকর্তারা দাবী করেন যে, এ প্রদেশের নিরাপত্তা পূর্বের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।

বেলুচিস্তানের মূখ্যমন্ত্রী ‘নওয়াব সানাউল্লাহ যোহরি’ গতকাল বিধানসভায় ঘোষণা করেন যে, কুয়েত্তা শহরের নিরাপত্তা আগের তুলনায় শতকরা ৯৫ ভাগ বৃদ্ধি পেয়েছে।#