‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

১২ আগস্ট ২০১৬

৪:৩৫:১৮ AM
771412

আল-আযারি গ্রামে সৌদি আরবের নৃশংস হামলা ; ৩০ জন হতাহত (ছবি ১৮+)

ইয়েমেনের বাজার ও আবাসিক এলাকাগুলোকে লক্ষ্য প্রায় প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব। চলতি সপ্তাহের শুরুর দিকে ইয়েমেনের আল-আযারি গ্রামে উপর্যপুরি বিমান হামলায় অন্তত ৩০ ব্যক্তি হতাহত হয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা-: আগ্রাসী সৌদি জোট গত সোমবার (৮ আগস্ট, ২০১৬) ইয়েমেনের সানয়া প্রদেশের অন্তবর্তী আল-আযারি গ্রামের একটি বাজার ও বিভিন্ন বাড়িকে লক্ষ্য করে এ হামলা চালায়।

নৃশংস ঐ হামলায় অন্তত ৩০ জন হতাহত হয়েছে বলে জানিয়েছে ইয়েমেন গণমাধ্যম।

ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনের প্রায় দেড় বছর পার হওয়ার পর দেশটি বর্তমানে তীব্র সংকটের মুখোমুখি। বিগত ৫০০ দিনে প্রতি ১০ জন ইয়েমেনি’র মধ্যে ৮ জন –অর্থাৎ প্রায় ২ কোটি ১০ লাখ লোক- মানবিক সাহায্যপ্রার্থী। বসত-ভিটা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে প্রায় ৩০ লাখ ইয়েমেনি, গৃহহারা হয়েছে ২ লাখ, দৈনন্দিন প্রয়োজন মেটাতে অক্ষম লোকদের সংখ্যা ১৪ লাখ, সুপেয় পানি থেকে বঞ্চিত প্রায় ২০ লাখ এবং চিকিৎসাহীন অবস্থার মুখোমুখি প্রায় ১৪ লাখ ইয়েমেনি মুসলিম।

সৌদি আরব কর্তৃক ইয়েমেনের উপর উপর্যপুরি বিমান হামলায় দেশটি কার্যত অবরোধের মধ্যে পড়েছে এবং বর্তমানে দেশটিতে দ্রব্যমূল আকাশচুম্বি।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও কিছু কিছু আরবদেশের সহযোগিতায় সৌদি আরব গত বছরের ২৫ মার্চ ২০১৫ থেকে ইয়েমেনের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং নিজের মনগড়া সরকার বসানোর প্রয়াসে মুসলিম অধ্যুষিত এ দেশটের অসহায় জনগণের উপর বর্বর হামলা চালাচ্ছে। পরিকল্পিত এ হামলায় দেশটির অবকাঠামো পরিপূর্ণরূপে ধ্বংস করে দেয়া হয়েছে। এ হামলার হাত থেকে রেহাই পায়নি মসজিদ, হাসপাতাল, স্কুল, বাড়ি-ঘর এবং কল-কারখানাও।#