‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

২৩ আগস্ট ২০১৬

১২:০৮:০১ AM
773797

কিরকুকে আত্মঘাতী কিশোর আটক (ছবি)

আত্মঘাতী এক কিশোরের হামলার চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে কিরকুক পুলিশ।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা-: বিস্ফোরণ ঘটানোর আগে আত্মঘাতী এক কিশোরকে আটক করে হামলার পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে কিরকুক পুলিশ।

ইরাকের কিরকুক প্রদেশের পুলিশ গরোববার (২১ আগস্ট) সন্ধায় ১২-‌‌১৫ বছরের এক কিশোরকে আটক করেছে। আত্মঘাতী ঐ কিশোরকে তার সাথে থাকা এক্সপ্লোসিভ বেল্ট বিস্ফোরণের আগেই কিরকুকের ‘তাসঈন’ অঞ্চল থেকে আটক করা হয়েছে।

কুর্দি এক চ্যানেলে প্রচারিত ভিডিওতে পুলিশ কর্তৃক ঐ সন্ত্রাসীর এক্সপ্লোসিভ বেল্ট নিস্ক্রিয় করার চিত্র দেখা গেছে। কুর্দিস্তানের ২৪নং চ্যানেল থেকে প্রকাশিত ঐ ভিডিওতে দেখা গেছে ২ জন পুলিশ ঐ কিশোরকে ধরে রেখেছে এবং অপর একজ তার সাথে থাকা এক্সপ্লোসিভ বেল্ট খুলে নিচ্ছেন। বেল্ট খুলে বোমা নিস্ক্রিয় করার পর ঐ কিশোরকে আটক করে নিয়ে যাওয়া হয়।

গত রোববার সন্ধায় কিরকুক থেকে আত্মঘাতী ঐ কিশোরকে আটক করা হয় বলে জানিয়েছেন ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ‘সায়াদ মাআন’।

ঐ কিশোরের উদ্দেশ্যের বিষয়ে এবং ব্যর্থ এ সন্ত্রাসী হামলার নেপথ্যে কারা রয়েছে সে বিষয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি।

এদিকে, কিরকুক শহরের একটি ইমামবাড়ির সামনে বিস্ফোরণের তথ্য দিয়েছেন ইরাকের এক নিরাপত্তা কর্মকর্তা।

তিনি বলেন: আত্মঘাতী ব্যক্তি ইমাম সাদিক (আ.) ইমামবাড়ির সামনে নিজেকে বিস্ফোরিত করলে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি হতাহত হয়। কিরকুকের দক্ষিণে ‘আল-ওয়াস্তি’ এলাকায় এ বিস্ফোরণটি ঘটানো হয়েছে।

কুর্দিস্তানির নিরাপত্তা বাহিনী’র প্রধান জানান, আত্মঘাতী ব্যক্তির এক্সপ্লোসিভ বেল্টের বিস্ফোরণে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি হতাহত হয়েছে।

প্রসঙ্গত, সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ (আইএসআইএল) শিশু-কিশোরদের মগজ ধোলাই করে তাদেরকে আত্মঘাতী অভিযানের মত অমানবিক ও বর্বর সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করে থাকে।#