‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

২৭ আগস্ট ২০১৬

৩:০৮:২৪ PM
774837

বার্লিনে মুসলিম, খ্রিষ্টান ও ইহুদিদের জন্য যৌথ কমপ্লেক্স নির্মিত হচ্ছে (ছবি)

বার্লিনে নির্মিত হচ্ছে একটি যৌথ কমপ্লেক্স। যাতে রয়েছে মসজিদ, গীর্জা ও সিনাগোগ।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: জার্মানি’র ৩ ধর্মের ৩ জন ব্যক্তিত্ব ইসলাম, খ্রিষ্টান ও ইহুদি ধর্মের প্রতিনিধি হিসেবে একটি কমপ্লেক্স নির্মাণ করছেন যাতে থাকছে মসজিদ, গীর্জা ও সিনাগোগ (ইহুদিদের ইবাদতের স্থান)। ৩ ধর্মের অনুসারীদের ইবাদতের জন্য থাকছে পৃথক ব্যবস্থা। ১৩০০ খ্রিষ্টাব্দের পর থেকে জার্মানি’র অব্যবহৃত একটি গীর্জাকে এ কাজের জন্য বেছে নেয়া হয়েছে।

কমপ্লেস্কটি এমনভাবে নির্মাণ করা হচ্ছে যে, মুসলমান, খ্রিষ্টান ও ইহুদি ধর্মের অনুসারীরা একই ফটক দিয়ে প্রবেশ করবেন এরপর তারা পৃথক পৃথক স্থানে নিজেদের ইবাদতে মশগুল হতে পারবেন।

এ ধর্মীয় কমপ্লেক্সের নির্মাণের চিন্তা ২০১০ সাল থেকে শুরু হয়েছে। যা দাতা ও ধর্মপ্রাণ ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণে সমর্থ হয়েছে।

আন্তঃধর্ম সংলাপ ও বিভিন্ন ধর্মের মাঝে সহনশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কমপ্লক্সটি নির্মাণের লক্ষ্যে এ নাগাদ ১০ লাখ ইউরো অনুদান সংগৃহীত হয়েছে।

প্রসঙ্গত, শেইখ কাদের সিনজি মুসলিম সোসাইটির পক্ষ থেকে, রাবাই তুফিয়া ইহুদি সোসাইটির পক্ষ থেকে এবং পাদ্রী গ্রিগোর হোব্রেগ খ্রিষ্টান সোসাইটির পক্ষ থেকে এ ধর্মীয় কমপ্লেক্সটি নির্মাণে প্রতিনিধিত্ব করছেন।#