‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

২৯ আগস্ট ২০১৬

৪:৪০:০২ PM
775409

ইন্দোনেশিয়ায় হামলার পূর্বে দায়েশ সন্ত্রাসী আটক (ছবি)

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের একটি গীর্জাতে সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী আত্মঘাতী ব্যক্তিকে আটক করা হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ইন্দোনেশিয়ার সুমাত্র দ্বীপের রাজধানী মেডান শহরে আত্মঘাতী হামলা চালাতে গিয়ে ব্যর্থ হয়েছে ১৮ বছরের এক দায়েশ সন্ত্রাসী।
ছুরি, কুঠার, এক্সপ্লোসিভ বেল্ট এবং পিঠে বিস্ফোরক ভর্তি ব্যাগ নিয়ে মেডান শহরের ক্যাথোলিক খ্রিষ্টানদের ‘সেন্ট জোসেফ’ গীর্জায় প্রবেশকারী ঐ সন্ত্রাসীকে হামলার পূর্বে আটক করে পুলিশে দেয়া হয়।
গতকাল (রোববার, ২৮ আগস্ট) সকালের দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আত্মঘাতী ঐ সন্ত্রাসীর ব্যাগ থেকে দায়েশের পতাকা উদ্ধার করা হয়েছে।
গীর্জায় প্রবেশ করে ধর্মযাজককে ছুরিকাঘাত করলেও এক্সপ্লোসিভ বেল্ট বিস্ফোরণ ঘটাতে ব্যর্থ হয় আত্মঘাতী যুবক।
ইন্দোনেশিয়া পুলিশের ভাষ্যমতে, আত্মঘাতী ‘ইভান আর্মাদি হাসুগিয়ান’ (১৮) সাধারণ জনগণের সাথে গীর্জায় প্রবেশ করে সবার সাথে বসে পড়ে। অতঃপর হাতে তৈরী একটি বোমার বিস্ফোরণ ঘটায়। কিন্তু বিস্ফোরণ ক্ষুদ্র হওয়া তাতে আত্মঘাতী ব্যক্তি নিজেই আহত হয়।#