‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

২ সেপ্টেম্বর ২০১৬

১:০২:১৬ PM
776319

সন্ত্রাসবাদকে ইসলামের সাথে গুলাবেন না : শান্তিতে নোবেল বিজয়ী

শান্তিতে নোবেল বিজয়ী তিউনিশিয় রাজনীতিবিদ ভেদাদ বু শামাভি সন্ত্রাসবাদকে ইসলামের সাথে সম্পৃক্ত না করার জন্য সারা বিশ্বের মানুষের প্রতি আহবান জানিয়েছেন।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: এ্যাসোশিয়েটেড প্রেস জানিয়েছে, তিউনিশিয়ার ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেটের চার নেতার অন্যতম তিউনিশিয় এ ব্যবসায়ী জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় বৃহস্পতিবার প্রদত্ত ভাষণে শান্তির সংস্কৃতি’র বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, যখন ‘ইসলামপন্থী’ শব্দটি ‘সন্ত্রাসী’ শব্দের সাথে ব্যবহার করা হয় তখন মূলতঃ ইসলাম ধর্মের অনুসারী মুসলমানরা অর্থগত একটি সমস্যার বলি হয়।

সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক পদক্ষেপের প্রতি গুরুত্বারোপ করে বু শামাভি বলেন: আপনাদের সকলের কাছে আমার অনুরোধ সন্ত্রাসবাদকে ইসলামের সাথে গুলিয়ে ফেলবেন না।

তিনি বলেন: যখন সন্ত্রাসবাদকে ‘ইসলাম’ শব্দের সাথে ব্যবহার করা হবে তখন সাধারণ জনগণ ইসলাম ধর্ম এবং যারা নিজেদেরকে বিস্ফোরিত করে নিরাপরাধ মানুষ হত্যা করে তাদের মাঝে পার্থক্য করতে ভ্রান্তির শিকার হবে।

তার সংযোজন: একজন মানুষ হত্যাকারী সন্ত্রাসী, অপরাধী। কিন্তু আমি বিশ্বাস করি সে ইসলাম ধর্মকে বিকৃতকারী একজন প্রতারক।

তিউনিশিয়ার ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেটের এ সদস্য, ২০১১ সালের বিপ্লবের পর তিউনিশিয়ায় বহুত্ববাদী গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

বু শামাভি বলেন: আরবীয় বসন্তে অন্যান্য দেশ থেকে তিউনিশিয়ার অবস্থা ছিল আলাদা। কেননা অন্তঃকোন্দল রোধ করে সংলাপের মাধ্যমে সন্ধি প্রতিষ্ঠায় সক্ষম হয়েছিল তিউনিশিয়া।

তার ভাষ্যানুযায়ী, গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পেরেছি আমরা।

তিউনিশিয়া ও বিশ্বের অন্যান্য দেশে সন্ত্রাসীদের বর্বর হামলার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন: এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সমাজের উচিত ‘সন্ত্রাসবাদ’ নির্মূল করার বিষয়টি গুরুত্বের সাথে পর্যালোচনা করা।

তার সংযোজন: সন্ত্রাসীরা বেসামরিক মানুষ হত্যার পাশাপাশি জনমনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তারা জনগণের মাঝে ত্রাসের জন্ম দেয়ার প্রয়াস চালাচ্ছে। ইতিমধ্যে তারা কিছু কিছু এলাকায় সফলও হয়েছে।#