‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

১৬ অক্টোবর ২০১৬

৩:০৩:২৩ AM
785752

বাগদাদে শোক মজলিশে সন্ত্রাসী হামলা (ছবি)

বাগদাদের একটি শোক মজলিশে আত্মঘাতী হামলায় হতাহত হয়েছে অন্তত ৮১ জন আযাদার।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: বাগদাদের আশ-শোয়াব অঞ্চলে একটি শোক মজলিশে আত্মঘাতী হামলায় অন্তত ৩১ জন শহীদ এবং আহত হয়েছেন ৫০ জন আযাদার (ইমাম হুসাইন (আ.) এর শোকে শোকার্ত ব্যক্তি)।

ইরাকি এক সূত্র জানিয়েছে, বাগদাদের আশ-শোয়াব অঞ্চলে এ হামলার ঘটনা ঘটেছে।

আত্মঘাতী তার সাথে থাকা এক্সপ্লোসিভ বিস্ফোরণের মাধ্যমে এ হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইমাম হুসাইন (আ.) এর আযাদারী’র উদ্দেশ্যে একটি জনাকীর্ণ বাজারে নির্মিত তাবু’র ভেতর ঐ হামলা চালানো হয়।

বাগদাদ পুলিশের এক সূত্র সুমারিয়া নিউজকে জানিয়েছে, বাগদাদের উত্তরাঞ্চলীয় আশ-শোয়াব এলাকায় শাল্লাল বাজারের নিকটবর্তী একটি আযাদারীর অনুষ্ঠানে আত্মঘাতী ঐ ব্যক্তি নিজেকে বিস্ফোরিত করে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঐ সূত্র আরো জানিয়েছে, বিস্ফোরণের সাথে সাথে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলটি ঘিরে ফেলে এবং আহতদেরকে এ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এদিকে, বিবৃতি প্রদান করে বাগদাদে আত্মঘাতী ঐ হামলার দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ (আইএসআইএল)। আবু ফাহাদ আল-ইরাকি ঐ হামলা চালিয়েছে এবং এতে ১০০ শিয়া হতাহত হয়েছে বলে ঐ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।#