‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

৩০ অক্টোবর ২০১৬

৫:৪৮:৪৮ PM
788800

করাচিতে আযাদারীর অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা ; হতাহত ১১

পাকিস্তানের করাচি শহরের নাজিমাবাদ এলাকায় একটি শোক মজলিশে হামলা চালিয়েছে তাকফিরি সন্ত্রাসীরা। এতে ৫ ব্যক্তি শহীদ এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: পাকিস্তানের করাচি শহরের নাজিমাবাদ এলাকায় ইমাম হুসাইন (আ.) এর স্মরণে আয়োজিত একটি শোক মজলিশে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় শহীদ হয়েছেন অন্তত ৫ ব্যক্তি। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

করাচি’র শহীদ আব্বাসী হাসপাতালের কর্মকর্তা ‘জাফার রাহবুত’, হামলায় ৬ জন আহত হওয়ার তথ্য প্রকাশ করে জানিয়েছেন, শহীদদের মাঝে একজন নারীও রয়েছেন।

তিনি বলেন: হামলার পর সন্ত্রাসীরা নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীরা শোক মজলিশে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পাকিস্তান গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নারীদের জন্য আয়োজিত ঐ মজলিশ আয়োজনের স্থানের দরজায় দাঁড়িয়ে ছিল পুরুষরা। সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালিয়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শোক মজলিশে অংশগ্রহণকারীদের নিরাপত্তার জন্য কোন পুলিশ সদস্য সেখানে নিয়োগ দেয়া হয়নি।

পাকিস্তান থেকে আবনা প্রতিবেদক জানিয়েছে, শহীদদের ৪ জন ছিলেন পরস্পরের আত্মীয়। শহীদদের একজনের পুত্র এবং তার দুই ভগ্নিপতি এ হামলায় শহীদ হয়েছেন।

উগ্র তাকফিরি সংগঠন লস্করে ঝাংভি এ হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানে শিয়া হত্যার পেছনে যে সকল সন্ত্রাসী সংগঠন জড়িত তাদের মাঝে লস্করে ঝাংভি সবার শীর্ষে।

পৃথক পৃথক বার্তায় এ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মাদ নওয়াজ শরিফ ও সিন্ধু রাজ্যের মূখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ।#