‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : shabestan
শনিবার

১৯ নভেম্বর ২০১৬

১২:৫৭:১৯ AM
792803

ইমাম হুসাইন (আ.) এর চেহলাম-৯

কারবালা অভিমুখে বিশ্বের সর্ববৃহৎ পদযাত্রা

ইমাম হুসাইনের (আ.) চেহলুম উপলক্ষে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান ইরাকের নাজাফ থেকে কারবালা অভিমুখে চলমান বিশ্বের সর্ববৃহৎ পদযাত্রায় অংশগ্রহণ করেছে।

আবনা ডেস্ক: ইমাম হুসাইনের (আ.) চেহলুম উপলক্ষে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান ইরাকের নাজাফ থেকে কারবালা অভিমুখে চলমান বিশ্বের সর্ববৃহৎ পদযাত্রায় অংশগ্রহণ করেছে।
কারবালা অভিমুখে বিশ্বের সর্ববৃহৎ পদযাত্রা চলছে
আরবি সফর মাসের ২০ তারিখ মোতাবেক ২০ই নভেম্বর কারবালায় রাসূলের (সা.) প্রাণপ্রিয় দৌহিত্র সাইয়েদুশ শোহাদা ইমাম হুসাইনের (আ.) চেহলুমের শোকানুষ্ঠান। এ শোকানুষ্ঠানে শরিক হতে লক্ষ লক্ষ আহলে বাইতের (আ.) অনুসারীরা ইরাকের নাজাফ শহর ছাড়াও অন্যান্য শহর থেকে কারবালা শহর অভিমুখে পদযাত্রায় অংশগ্রহণ করেছে। এ পদযাত্রা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ পদযাত্রা; যেখানে প্রায় দেড় কোটির ঊর্ধ্বে ধর্মপ্রাণ মুসলমান শরিক হয়।
প্রধান পদযাত্রাটি নাজাফ শহর থেকে শুরু হয়েছে; এ পদযাত্রায় কয়েক লাখ ইরানি নাগরিক এবং অন্যান্য দেশের নাগরিকরাও রয়েছে। তারা নাজাফ থেকে কারবালা শহরে অবস্থিত ইমাম হুসাইনের (আ.) পবিত্র মাজার পর্যন্ত প্রায় এক শত কিলোমিটার পায়ে হেটে অতিক্রম করবে।

উল্লেখ্য গত কয়েক বছর ধরে প্রতি বছর ইমাম হুসাইনের (আ.) চেহলুম উপলক্ষে প্রায় দেড় কোটির ঊর্ধ্বে আহলে বাইতের (আ.) অনুসারীরা কারবালা অভিমুখে পদযাত্রা করছে। ধারনা করা হচ্ছে যে এ বছর এ পদযাত্রায় অংশগ্রহণকারীর সংখ্যা দুই কোটি ছাড়িয়ে যাবে।#