‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
সোমবার

২১ নভেম্বর ২০১৬

১২:২৬:০১ AM
793194

'কারবালা অভিমুখে শোক মিছিল শান্তি ও মুক্তির প্রতীক'

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন, ইমাম হোসেইন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকী উপলক্ষে কারবালা অভিমুখী শোক মিছিল হচ্ছে শান্তি ও মুক্তির প্রতীক।

আবনা ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন, ইমাম হোসেইন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকী উপলক্ষে কারবালা অভিমুখী শোক মিছিল হচ্ছে শান্তি ও মুক্তির প্রতীক।
গত রোববার ইরাকের পবিত্র নাজাফ শহরে ইমাম হোসেইন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকীর শোক মিছিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। জাহাঙ্গিরি বলেন, ইরাক সরকার এখন মসুলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএলের বিরুদ্ধে লড়াই করছে। এ অবস্থায় চেহলাম বার্ষিকীর আয়োজন তাদের জন্য সত্যিই কঠিন কাজ।
তিনি বলেন, মসুলের ১৫ লাখ অধিবাসীও সন্ত্রাসীদেরকে তাদের এলাকা থেকে বিতাড়িত করার লক্ষ্যে ব্যাপক চেষ্টা চালাচ্ছেন। এসব বিষয়ে তিনি ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে জানান জাহাঙ্গিরি।
তিনি আজ দুপুরের পর নাজাফে পৌঁছেই কারবালা অভিমুখে হেটে চলা লাখ লাখ শোকার্ত মানুষের কাতারে শামিল হন। ৮০ কিলোমিটার দীর্ঘ যাত্রাপথে অবস্থিত বিভিন্ন  গণসেবা কেন্দ্রও পরিদর্শন করেন তিনি। এসব কেন্দ্রে ইরাকিরা যিয়ারতকারীদের জন্য বিনামূল্যে থাকা, খাওয়া ও বিশ্রামের ব্যবস্থা করেছেন। এসব কেন্দ্র পরিদর্শকালে ইরানি ভাইস প্রেসিডেন্ট ইরাকিদের আতিথেয়তার প্রশংসা করেন এবং তাদেরকে ধন্যবাদ জানান।
ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গীরি নাজাফ থেকে কারবালা যাওয়ার পথে ইমাম হোসেন ও আহলে বাইত ভক্তদের সঙ্গে বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেছেন। আগামীকাল ইরাকে ইমাম হোসেইন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকী পালিত হবে। এ উপলক্ষে কারবালায় ইমাম হোসেইন (আ.)'র মাজারে সমবেত হয়েছেন প্রায় দুই কোটি ইমামভক্ত মুসলমান। এ উপলক্ষে ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলমান ইরাক গেছেন।#