‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

২৩ নভেম্বর ২০১৬

১২:৪১:৩১ AM
793653

ইমাম হুসাইন (আ.) এর চেহলাম - ১৬

কাবুলে শিয়া মসজিদে আত্মঘাতী হামলা

ইমাম হুসাইন (আ.) এর চেহলাম উপলক্ষে আয়োজিত শোক অনুষ্ঠানে যোগদানের জন্য মসজিদে সমবেত মুসল্লিদেরকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়েছে কাবুলে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: গত সোমবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২:২০ মিনিটে আফগানিস্তানের রাজধানী কাবুলের দারুল আমান অঞ্চলের চাহার কেল্লা স্কয়ারে অবস্থিত ‘বাকিরুল উলুম’ মসজিদে চালানো এ আত্মঘাতী হামলায় হতাহত হয়েছে বহুলোক। প্রত্যক্ষদর্শীদের মতে, এটি ছিল আত্মঘাতী হামলা।

প্রত্যক্ষদর্শীদের একজন জানিয়েছেন: মসজিদের ভেতরে প্রবেশ করে ইমাম হুসাইন (আ.) এর চেহলামের আযাদারীর জন্য সমবেত আযাদার (শোকার্ত)-দের মাঝে বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী ঐ ব্যক্তি।

কাবুলের অপরাধ বিষয়ক তদন্ত বিভাগের প্রধান জানিয়েছেন: কাবুলের বাকিরুল উলুম মসজিদের আত্মঘাতী হামলায় অন্তত ২৭ জন শহীদ এবং ৩৫ জন আহত হয়েছে। কিন্তু প্রত্যক্ষদর্শীদের মতে হতাহতদের সংখ্যা আরো বেশী।

বলা হচ্ছে যে, আযাদারীর অনুষ্ঠান শেষে তাবারক বিতরণের সময় আত্মঘাতী ঐ ব্যক্তি মসজিদের ভেতর প্রবেশ করে শত শত আযাদারের মাঝে নিজেকে বিস্ফোরিত করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন দল বা ব্যক্তি হামলার দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত, বাকিরুল উলুম মসজিদটি কাবুলের বড় মসজিদ ও মাদ্রাসাসমূহের একটি। এতে বহু সংখ্যক শিক্ষার্থী ধর্মীয় শিক্ষা অর্জন করে থাকেন।#