আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: সিরিয়ার ইদলিবে’র উপকণ্ঠে অবরুদ্ধ ফাওয়া ও কিফরিয়া বসতিকে লক্ষ্য করে আবারো মোর্টার হামলা চালিয়েছে সন্ত্রাসী গ্রুপগুলো। এতে ৩ জন বেসামরিক লোক শহীদ এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। এছাড়া এতে বেশ কয়েকটি বাড়ী ক্ষতিগ্রস্থ এবং অগ্নিদগ্ধ হয়েছে।
ঐ দুই বসতি’র পার্শ্ববর্তী গ্রামে অবস্থানকারী সশস্ত্র সন্ত্রাসীরা শিয়া অধ্যুষিত ফাওয়া ও কিফরিয়া বসতিকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।
এদিকে, ঐ এলাকার এক বাসিন্দা, আন্তর্জাতিক মহলের নিন্দা জানিয়ে করা মন্তব্যে বলেন, এখানে কোন সৈন্যের উপস্থিতি না থাকা সত্ত্বেও এ দুই বসতিকে লক্ষ্য করে গোলা বর্ষণ করা হচ্ছে।#










