‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

২৬ ডিসেম্বর ২০১৬

২:৩৩:৪৯ PM
800881

রেজা (আ.) এর মাজারে কানাডীয় যুবকের ইসলাম গ্রহণ

অষ্টম ইমাম হযরত আলী ইবনে মুসা আর-রেজা (আ.) এর মাজার যেয়ারত করতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কানাডার নাগরিক জোনাথান ক্লার্ক।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা -আবনা-: কানাডার নাগরিক জোনাথান ক্লার্ক’ (৩০) প্রথমবার ইমাম রেজা (আ.) এর মাজার যেয়ারত করতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি কলেমা শাহাদাত উচ্চারণের পর ‘মুহাম্মাদ’ নামটিকে নিজের নতুন নাম হিসেবে বেছে নেন।

ইসলাম ধর্মের সাথে তার পরিচিতির বিষয়ে ‘মুহাম্মাদ’ বলেন: ইরান থেকে কানাডায় পড়তে আসা আমার এক মুসলিম সহপাঠীর আচার-আচরণ আমার নিকট অত্যন্ত আকর্ষণীয় ছিল। তাকে তার ধর্মের বিষয়ে জিজ্ঞাসা করলে উত্তরে সে বলে, ‘আমি ইসলাম ধর্মের অনুসারী’। তখন থেকে ইসলাম ধর্ম সম্পর্কে জানার আগ্রহ আমার মাঝে জন্মায় এবং আমি ইসলাম সম্পর্কে গবেষণার সিদ্ধান্ত নেই।

আমার সহপাঠী জানায় তার আসমানী গ্রন্থ ‘কুরআন’। এ কারণেই আমি কুরআনের সন্ধানে যাই এবং সেটাকে পূর্ণরূপে অধ্যায়ন করি। ‘কুরআন’ অধ্যয়নের পর বুঝতে পারি যে, পবিত্র এ গ্রন্থ অত্যন্ত নিপুন, নিখুঁত ও গভীরভাবে সবকিছু বর্ণনা করেছে। আর তাই আমি ইসলাম সম্পর্কে আরো বেশী তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নেই। এরই ধারাবিহকতায় ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন গ্রন্থ পড়ি।#