‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১০ মার্চ ২০১৭

১:৪৫:০৬ PM
816836

মধ্যপ্রাচ্যের পরমাণু বিজ্ঞানীদের হত্যা করছে ইসরাইল: ইরান

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল মধ্যপ্রাচ্যের পরমাণু বিজ্ঞানীদের হত্যা করছে।

আবনা ডেস্ক: আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল মধ্যপ্রাচ্যের পরমাণু বিজ্ঞানীদের হত্যা করছে। এজন্য ইসরাইল গুপ্তঘাতক ভাড়া করেছে বলেও তিনি মন্তব্য করেন।
আইএইএ’ বোর্ড অব গর্ভনর্সের বৈঠকে গতকাল (বৃহস্পতিবার) রেজা নাজাফি এসব কথা বলেন। কোনো দেশের নাম উল্লেখ না করে তিনি বলেন, “যদিও ইসরাইল মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরমাণু বিজ্ঞানীদের হত্যা করছে তবুও কিছু দেশ ইসরাইলের পরমাণু বিশেষজ্ঞদের নিজেদের পরমাণু স্থাপনায় ঢোকার সুযোগ দেয়।”
২০১০ সাল থেকে ২০১২ সালের মধ্যে ইরানের চারজন পরমাণু বিজ্ঞানীকে ইসরাইলি গুপ্তঘাতকেরা হত্যা করেছে। এ বিষয়ে ইরান অভিযোগ করে আসছে, ইহুদিবাদী ইসরাইলের কাছে ইরানের পরমাণু সংক্রান্ত গোপন তথ্য ফাঁস করে দিয়েছে আইএইএ। এজন্য পশ্চিমা দেশগুলোকে চরম সমালোচনা করেন রেজা নাজাফি। তিনি বলেন, পশ্চিমা কয়েকটি দেশ এ বিষয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে যে আইনে ইসরাইলের সঙ্গে পরমাণু ইস্যুতে সব ধরনের সহযোগিতা নিষিদ্ধ করা হয়েছে। ইসরাইলের গোপন পরমাণু কর্মসূচি মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের জন্য হুমকি বলেও উল্লেখ করেন রেজা নাজাফি।#