‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

২৮ সেপ্টেম্বর ২০১৭

৪:১৯:৩৭ PM
857029

হিমালয়ের চূড়ায় ইমাম হুসাইন (আ.) লিখিত পতাকা

১২ দিন প্রচেষ্টার পর ইরানি এক পর্বতারোহী বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হিমালয়ের চূড়ায় ইমাম হুসাইন (আ.) এর নাম লিখিত পতাকা ওড়াতে সক্ষম হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের গিলান শহরের এক পর্বতারোহী পবিত্র মহররম মাসে ইমাম হুসাইন (আ.) এর নাম লিখিত পতাকা হিমালয় পর্বতের চূড়ায় ওড়াতে সক্ষম হয়েছে। ইয়াসির সেতুদেহ ১২ দিন চেষ্টার পর ঐ পতাকা স্থাপনে সক্ষম হন।
তিনি বলেন: সাইয়্যেদুশ শোহাদা ইমাম হুসাইন (আ.) এর প্রতি ভালবাসার প্রকাশ ঘটাতে তিনি এ অসাধ্য সাধন করেছেন। এ সফলতাকে তিনি ইরানের জনগণ বিশেষতঃ শহীদ মুহসিন হুজাজি’র প্রতি উৎসর্গ করেছেন।
বলাবাহুল্য, ইয়াসির সেতুদেহ গতবছর মহররম মাসে রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এলব্রুসের চূড়ায় ইমাম হুসাইন (আ.) এর নাম লিখিত পতাকা উড়িয়েছিলেন।#