‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

১২ অক্টোবর ২০১৭

২:৫৭:৩৫ PM
859956

মঙ্গলকোটে,

ফতোয়ায় একঘরে গিয়াস উদ্দিনের পরিবার

তৃণমূলের ক্ষমতাসীন গোষ্ঠীর প্রভাবশালী পঞ্চায়েত সমিতির ঠিকাদার বদরুজ্জাহ ওরফে বদাইয়ের দৌরাত্মে একঘরে হয়ে আছে ইমাম হুসাইন (আ.) এর ভক্ত একটি পরিবার।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার সদর মঙ্গলকোট গ্রামের নামো পাড়ায় মহররম (কাফেলা) নিয়মিত করার অপরাধে একঘরে গিয়াস উদ্দিন আহমেদের পরিবার। কয়েকদিন আগে মারা যান গিয়াসের মা জাহেদা বিবি। এ সময় কবর দেওয়া যাবেনা বলে ফতেয়া জারী করেন বদরুজ্জাহ নামের জনৈক ব্যক্তি ও তার দলবল। মঙ্গলকোট গ্রাম থেকে বারো কিলোমিটার দূরে বীরভূমের থুপসরা থেকে কবর খোঁড়ার লোক এবং খুজুটিপাড়া থেকে লাশ বহনের খাটিয়া আনা হয়। শেষমেশ মঙ্গলকোট থানার পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশের হস্তক্ষেপে নিজ গ্রামে দাফনের অনুমতি মেলে জাহেদা বিবির।

তৃণমূলের ক্ষমতাসীন গোষ্ঠীর প্রভাবশালী পঞ্চায়েত সমিতির ঠিকাদার বদরুজ্জাহ ওরফে বদাইয়ের দৌরাত্মে এখনও একঘরে হয়ে আছে পরিবারটি। অপরাধ মঙ্গলকোট গ্রামে তারা দীর্ঘদিন ধরে পবিত্র মহররম পালন করেন। মহররমের শোক অনুষ্ঠান পালন করার উপর নিষেধাজ্ঞা আরোপ করে বেশ কয়েকটি ব্যানার দিয়েছে অভিযুক্ত ঠিকাদারের লোকজন।

প্রসঙ্গত, ২০১৪ সালেও মহররম পালনে বাধার সৃষ্টি করা হয়। কিন্তু তৎকালীন পুলিশ সুপার হোসেন আলী মির্জার হস্তক্ষেপে ঐ বাধা পেরুতে সক্ষম হয়েছিল ভুক্তভোগী পরিবারটি।#