‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
মঙ্গলবার

৭ নভেম্বর ২০১৭

৫:৩৬:৫৫ AM
865133

কারবালায় পবিত্র চেহলামের পদযাত্রায় বিশ্বের মুসলমানরা

ইমাম হোসাইন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকীকে সামনে রেখে ইরাকের কারবালায় এ বছরও হাজির হয়েছেন বিশ্বের বহু প্রান্ত থেকে মুসলমানরা।

আবনা ডেস্কঃ ইমাম হোসাইন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকীকে সামনে রেখে ইরাকের কারবালায় এ বছরও হাজির হয়েছেন বিশ্বের বহু প্রান্ত থেকে মুসলমানরা। রাসূলের (সা.) প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (আ.)'র চেহলাম উপলক্ষে ইরাকের পবিত্র কারবালা শহর অভিমুখে প্রতি বছর কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের পদযাত্রা সারা বিশ্বের মুক্তিকামী মুসলমানদের শক্তি ও ঈমানের এক নজিরবিহীন মহড়াতে পরিণত হয়।
প্রতি বছরই ইমাম হোসাইন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকীতে তাঁর পবিত্র মাজার ও আশপাশের এলাকায় সমবেত হন কোটি কোটি জিয়ারতকারী। অনেকেই ইরাকে পৌঁছে চলে যান নাজাফে ইমাম আলী (আ.)'র মাজারে। সেখান থেকে পায়ে হেঁটে পৌঁছান পবিত্র কারবালায়।
আগামী শুক্রবার ইমাম হোসাইন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকী পালিত হবে। গত বছর এদিনে কারবালায় সমবেত হয়েছিলেন প্রায় তিন কোটি মুসলমান।#