‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

১১ নভেম্বর ২০১৭

২:৩২:০৫ PM
866162

কোটি মুসলমানের অংশগ্রহণে কারবালায় ইমাম হুসাইন (আ.)'র চেহলুম পালিত

ইমাম হুসাইন (আ.) এর চল্লিশা উপলক্ষে ইরাক, ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসহ বিশ্বের অর্ধ শতাধিক দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান সমবেত হয়েছেন কারবালায় অবস্থিত ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র মাজারে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.) এর শাহাদাতের পবিত্র চল্লিশা যথাযোগ্য মর্যাদায় কারবালায় পালিত হয়েছে। দিনটি আহলে বাইত (আ.) এর অনুসারীদের মাঝে ‘আরবাইন’ তথা চল্লিশ নামে পরিচিত।

ইমাম হুসাইন (আ.) এর চল্লিশা উপলক্ষে ইরাক, ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসহ বিশ্বের অর্ধ শতাধিক দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান সমবেত হয়েছেন কারবালায় অবস্থিত ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র মাজারে।

পবিত্র কারবালা শহরে ‘আরবাইন’ উপলক্ষে সমবেত জিয়ারতকারীদের সংখ্যা প্রতিবছর বেড়েই চলেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া পরিসংখ্যান বলছে কারবালায় সমবেত জায়েরদের সংখ্যা ছিল প্রায় ৩ কোটি।

দায়েশ সন্ত্রাসীদের বিভিন্ন হুমকি উপেক্ষা করেই আযাদাররা কারবালায় সমবেত হয়েছেন।

পাকিস্তান, ভারত, সৌদি আরব, তুরস্ক, সিরিয়া, লেবানন, ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো জায়ের এ বছরের আরবাইন অনুষ্ঠানে যোগ দান করেছেন। জায়েররা কারবালা শহরে ইমাম হুসাইন (আ.) ও অপর শহীদদের মাজার যিয়ারত ছাড়াও পবিত্র নাজাফ শহরে আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবি তালিব (আ.) এর মাজার এবং বাগদাদের কাযেমাইন শহরে মহানবি (স.) এর বংশধারার সপ্তম সদস্য হযরত ইমাম মুসা কাযেম (আ.) ও নবম সদস্যহযরত ইমাম জাওয়াদ (আ.) এবং সামাররাতে তাঁর (স.) বংশধারার দশম ও এগারোতম ইমাম যথাক্রমে হযরত ইমাম আলী নাকী (আ.) ও হযরত ইমাম হাসান আসকারী (আ.) এর পবিত্র মাজারও যিয়ারত করেছেন।#