‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

২৫ নভেম্বর ২০১৭

১২:২০:০৮ AM
868936

তেহরানে,

“আহলে বাইতের অনুরাগী ও তাকফিরি সমস্যা” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

“আহলে বাইত (আ.)-এর অনুরাগী ও তাকফিরি সমস্যা” শীর্ষক প্রথম সম্মেলন তেহরানে অনুষ্ঠিত হয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): “আহলে বাইত (আ.)-এর অনুরাগী ও তাকফিরি সমস্যা” শীর্ষক প্রথম আন্তর্জাতিক সম্মেলন গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) তেহরানে সমাপ্ত হয়েছে। দু’দিন ব্যাপী অনুষ্ঠিত এ সম্মেলন গত বুধবার (২২ নভেম্বর) শুরু হয়ে বৃহস্পতিবার সমাপনী বিবৃতি প্রদানের মধ্য দিয়ে শেষ হয়। এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত আহলে বাইত (আ.)-এর অনুরাগীরা অংশগ্রহণ করেন। একই দিনে সম্মেলনে অংশগ্রহণকারীরা ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল-উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ করেন।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী অংশগ্রহণকারীদেরকে বলেন: “মুসলমানদের মাঝে যুদ্ধ-সংঘাত বাধানোর লক্ষ্যে ইহুদিবাদী ইসরাইলসহ আধিপত্যবাদী শক্তিগুলোর ষড়যন্ত্র মোকাবেলায় তেহরান অটল এবং যেখানেই প্রয়োজন হবে সেখানেই দাঁড়াবে। আল্লাহ্ চাইলে অবশ্যই আমরা সেই সংগ্রামে বিজয়ী হবো।”

প্রসঙ্গত, ইসলামি জাগরণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে এবং আহলে বাইত (আ.) বিশ্বসংস্থাসহ ইরানের বিভিন্ন সংস্থার সহযোগিতায় এ সম্মেলন আয়োজিত হয়েছে।#