‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

৩০ নভেম্বর ২০১৭

৩:৫৫:৫৪ PM
870137

নামায অবহেলাকারী ১৫টি আজাবের মুখোমুখি হবে

নামায অবহেলাকারী পৃথিবীতে ৬টি, মৃত্যুর সময় ৩টি, কবরে ৩টি এবং হাশরে ৩টি আজাবের মুখোমুখি হবে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সাইয়্যেদ ইবনে তাউস স্বীয় সনদে নবীকন্যা হযরত ফাতেমা (সা. আ.) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেন: আমি মহানবি হযরত মুহাম্মাদ (স.) কে নামায অবহেলাকারীর পরিণাম সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন: নামায অবহেলাকারী ১৫টি আজাবের মুখোমুখি হবে; যার ৬টি এই পৃথিবীতে, ৩টি মৃত্যুর সময়, ৩টি কবরে এবং ৩টি কেয়ামতে যখন তাকে কবর থেকে বের করা হবে।

পার্থিব ৬ আজাব :     

১.   আল্লাহ তার আয়ু কমিয়ে দিবেন।

২.   তার রুজি থেকে বরকত তুলে নেবেন।

৩.   তার চেহারা থেকে নেক বান্দার চিহ্নসমূহকে দূর করে দিবেন।

৪.   তার কোন নেক আমলই কবুল করা হবে না এবং কোন পুরস্কারও সে বাবদ তাকে দেয়া হবে না।

৫.   তার দোয়া কবুল হবে না।

৬.  সৎ কর্মশীল বান্দাদের দোয়া হতে উপকৃত হবে না।

৩টি আজাব যা তার মৃত্যুর সময় আসবে :

১.   লাঞ্ছনার সাথে মৃত্যু বরণ করবে।

২.   ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু বরণ করবে।

৩.   পিপাসার্ত অবস্থায় মৃত্যু বরণ করবে। তার পিপাসা এতই কঠিন হবে যে পৃথিবীর কোন নদীর পানিই তা নিবারণ করতে পারবে না।

৩টি আজাব যা সে কবরে ভোগ করবে:

১.   তার কবরে একটি ফেরেশ্তা নিযুক্ত করা হবে যে তাকে চাপ দিতে থাকবে এবং তাকে কষ্ট দিবে।

২.   তার কবরকে সংকীর্ণ করা হবে।

৩.   তার কবর হবে অন্ধকারে পরিপূর্ণ।

৩টি আজাব যা তাকে কিয়ামতে প্রদান করা হবে:

১.   তার মুখ মাটিতে ঘসা অবস্থায় একটি ফেরেশ্তা তাকে টানতে টানতে হিসাব-কিতাবের স্থানে আনতে থাকবে, আর সবাই তার দিকে তাকিয়ে থাকবে।

২.   তার হিসাব-কিতাব হবে অত্যন্ত কঠিন।

৩.   মহান আল্লাহ্ তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং তাকে পবিত্রও করবেন না। আর তার জন্য রয়েছে কঠিন শাস্তি।#