‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : abnews24
বৃহস্পতিবার

১৮ জানুয়ারী ২০১৮

৪:৫৯:০৭ PM
878066

কারযাভীর যাবজ্জীবন কারাদণ্ড

হত্যার প্ররোচনা, মিথ্যা তথ্য প্রচার ও সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রখ্যাত ইসলামি পণ্ডিত ইউসুফ আল কারযাভীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মিসরের সামরিক আদালত।

আবনা ডেস্কঃ হত্যার প্ররোচনা, মিথ্যা তথ্য প্রচার ও সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রখ্যাত ইসলামি পণ্ডিত ইউসুফ আল কারযাভীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মিসরের সামরিক আদালত।
বুধবার মিসরের একটি সামরিক আদালত ৮ জনকে মৃত্যদণ্ডের আদেশ দেয়। দণ্ডিতদের মধ্যে ৪ জন অনুপস্থিত ছিলেন। ২০১৫ সালে সহিংস ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের অভিযুক্ত করে আদালত।
এ ছাড়া আল-কারযাভীসহ ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। তিনিসহ আরও ৬ জনকে এখনো গ্রেফতার করতে সক্ষম হয়নি কর্তৃপক্ষ। যার কারণে তারা আদালতে অনুপস্থিত ছিলেন।
দেশটির আদালত সূত্রে তুরস্কের বার্তা সংস্থা আনাদলু জানায়, কায়রোতে এক পুলিশ কর্মকর্তা হত্যার অভিযোগও আনা হয় তাদের বিরুদ্ধে।
মিসরে জন্মগ্রহণ করলেও কারযাভী দোহা ভিত্তিক ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলারের (আইইউএমএস) প্রধান ছিলেন এক সময়।#