‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

১২ ডিসেম্বর ২০১৮

১:০৮:৪৯ PM
920290

আখতারি:

বিদ্যমান নেয়ামতের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ইমাম মাহদির (আ.) আগমনের ক্ষেত্র প্রস্তুত করতে হবে

মাজমার মহাসচিব বলেছেন: এ ধরণের সভা ও সম্মেলনের আয়োজন এবং পরস্পরের চিন্তা ও আকিদা আদান-প্রদানের মাধ্যমে ইমাম যামানা (আ.) এর আবির্ভাবের ক্ষেত্র প্রস্তুত করতে হবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মুহিব্বিনে আহলে বাইত (আ.) বিশ্ব কংগ্রেসের কেন্দ্রীয় পরিষদের প্রথম সভা গতকাল (মঙ্গলবার, ১২ ডিসেম্বর) তেহরানে অনুষ্ঠিত হয়েছে।

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার (মাজমা) মহাসচিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মুহাম্মাদ হাসান আখতারি, আহলে বাইত (আ.) এর ভক্তদের মহান আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন নেয়ামতের অধিকারী হওয়ার প্রতি ইঙ্গিত করে বলেন: আহলে বাইত (আ.) এর ভক্তদের উচিত মহান আল্লাহর পক্ষ থেকে তারা যে সকল নেয়ামত প্রাপ্ত হয়েছে সেগুলোর সর্বোত্তম ব্যবহার করা।

জনাব আখতারি বলেন: আহলে বাইত (আ.) এর চিন্তা-চেতনার ছায়াতলে ইসলামি প্রজাতন্ত্র ইরান চল্লিশ বছরে পদার্পন করেছে।

ইসলাম ধর্ম সকল প্রশ্নের উত্তর দিতে সক্ষম –এ কথা উল্লেখ করে তিনি বলেন: ইমাম খামেনেয়ী ইউরোপীয় যুবকদের উদ্দেশ্যে লেখা তার দু’টি চিঠিতে বলেছেন, “আপনাদের উদ্দেশ্যে ইসলাম ধর্ম সম্পর্কে পড়াশুনা ও গবেষণার আহবান জানাচ্ছি”। একজন মুসলিম পণ্ডিত ও ইসলামি সমাজের নেতা হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে, অমুসলিমদেরকে সঠিক ইসলাম সম্পর্কে পরিচিত করা।

তার সংযোজন: এ ধরণের সভা ও সম্মেলনের আয়োজন এবং পরস্পরের চিন্তা ও আকিদা আদান-প্রদানের মাধ্যমে ইমাম যামানা (আ.) এর আবির্ভাবের ক্ষেত্র প্রস্তুত করতে হবে।

তিনি তার বক্তব্যের শেষাংশে বলেন: আমরা আশাবাদী যে, সর্বদা মুসলমানদেরকে দূর্বল করার অপচেষ্টায়রত ইহুদি বংশোদ্ভূত আলে সৌদ ও আলে নাহিয়ান অচীরেই ধ্বংস হবে। আর এর মাধ্যমে বিশ্ববাসী শান্তির মুখ দেখবে।

প্রসঙ্গত, মুহিব্বিনে আহলে বাইত (আ.) বিশ্ব কংগ্রেসের কেন্দ্রীয় পরিষদের প্রথম সভা গত সোমবার (১০ ডিসেম্বর) বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত শিয়া ও সুন্নি মাযহাবের প্রতিনিধিবৃন্দ ও ধর্মীয় ব্যক্তিত্বদের উপস্থিতিতে তেহরানে উদ্বোধন হয়েছে।

ইসলামি জাগরণ বিশ্বসংস্থার উদ্যোগে এবং আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার সহযোগিতায় আয়োজিত ২ দিনের এ সভায় বিভিন্ন দেশ থেকে আগত শিয়া ও সুন্নি মাযহাবের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ ও বক্তব্য রাখেন।#