‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Abna
মঙ্গলবার

২৭ আগস্ট ২০১৯

২:২৯:৩৫ AM
971886

ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার নির্দেশে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. রেজা রামাজানী আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার (মাজমা) মহাসচিব হিসেবে নিযুক্ত হয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা এক ফরমানে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. রেজা রামাজানীকে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দান করেছেন।

ঐ ফরমানে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী, মাজমার সাবেক মহাচিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মুহাম্মাদ হাসান আখতারির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. রেজা রামাজানী ১২ বছর যাবত ইউরোপে দ্বীনি-তাবলিগী কর্মকাণ্ডের সাথে জড়িত। ১৩৮৫ থেকে ১৩৮৮ (সৌরবর্ষ) নাগাদ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্রের প্রধান এবং ১৩৮৮-১৩৯৭ পর্যন্ত হামবুর্গ ইসলামি কেন্দ্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

ফার্সী, আরবি, ইংরেজি, জার্মান, মালায়ু ও তুর্কি ভাষায় তার ৬০টিরও বেশী বই প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি্ বিশেষজ্ঞ পরিষদে দু’বার গিলান প্রদেশের জনগণের প্রতিনিধিত্ব করেছেন।

মাজমা’র মহাসচিবের অবস্থান:

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (মাজমা) একটি বেসরকারী প্রতিষ্ঠান; যা ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা, মুসলমানদের অভিভাবক ও প্রখ্যাত মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ আল-উজমা খামেনেয়ীর তত্ত্বাবধানে আহলে বাইত (আ.) এর অনুসারীদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে। মহানবি (স.) কর্তৃক আনীত প্রকৃত ইসলামের পরিচিতি তুলে ধরা, পবিত্র কুরআন ও আহলে বাইত (আ.) এর শিক্ষার প্রসার, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আহলে বাইত প্রেমিদেরকে চিহ্নিত, সুসংগঠিত, সহযোগিতা এবং সুশিক্ষায় শিক্ষিত করে তোলার পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য মজবুত করণের লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালানো এ সংস্থার অন্যতম উদ্দেশ্য।

মহাসচিব; হচ্ছেন আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার কার্যনির্বাহী পরিষদের সর্বোচ্চ পদের অধিকারী ব্যক্তি। তিনি এ সংস্থা পরিচালনা, সংস্থার ‘সর্বোচ্চ পরিষদ’ কর্তৃক নির্ধারিত নীতি ও কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে নিয়োগ পান এবং তার নিয়োগ স্বয়ং সর্বোচ্চ নেতার ফরমানেই হয়ে থাকে।

এ নাগাদ যারা দায়িত্ব পালন করেছেন:

প্রতিষ্ঠা লগ্ন থেকে এ নাগাদ ৫ জন মাজমা’র মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। যারা প্রত্যেকে মুসলিম বিশ্বে বিশেষ করে আহলে বাইত (আ.) এর অনুসারীদের মাঝে চেনা মুখ।

১। আয়াতুল্লাহ মুহাম্মাদ আলী তাসখিরী ১৩৬৯-১৩৭৮ (সৌরবর্ষ)।

২। ড. আলী আকবার বেলায়েতি ১৩৭৮-১৩৮১।

৩। আয়াতুল্লাহ মুহাম্মাদ মাহদি আসেফি (রহ.) ১৩৮১-১৩৮৩।

৪। হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মুহাম্মাদ হাসান আখতারি ১৩৮৩-১৩৯৮।

৫। হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. রেজা রামাজানী ১৩৯৮-।