‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

৭ অক্টোবর ২০১৯

৬:৩৪:০৭ AM
980834

চিলির বিশিষ্ট মুসলিম চিন্তাবিদ খালিল সাহুরির ইন্তিকাল

ল্যাটিন আমেরিকার বিশিষ্ট মুসলিম চিন্তাবিদ খালিল ইয়ারুব সাহুরি ইন্তেকাল করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ল্যাটিন আমেরিকার বিশিষ্ট মুসলিম চিন্তাবিদ খালিল ইয়ারুব সাহুরি লিভার জনিত সমস্যায় দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত বৃহস্পতিবার ৩ অক্টোবর-২০১৯ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ইরানে ইসলামি বিপ্লবের বিজয়ের পর ইমাম খোমেনি (রহ.)-এর চিন্তাধারায় প্রভাবিত হয়ে তিনি আহলে বাইত (আ.) এর পথ অনুসরণ শুরু করেন।

খ্রিষ্টান পরিবারের জন্ম নেয়া বিশিষ্ট এ চিন্তাবিদ, দীর্ঘদিন ইসলাম ধর্ম সম্পর্কে গবেষণার পর ইসলাম গ্রহণ করেন।

এরপর খালিল আল-মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উচ্চতর ধর্মীয় পড়াশুনার জন্য ইরানের আসেন। ঐ ইউনিভার্সিটিতে দীর্ঘদিন পড়াশুনার পাশাপাশি ল্যাটিন আমেরিকার বিভিন্ন অঞ্চলে পবিত্র কুরআন ও আহলে বাইত (আ.) এর শিক্ষা মানুষের মাঝে প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তিনি আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা)-তে দীর্ঘ ১০ বছর ধরে সহযোগিতা করেছেন। এছাড়া আবনা’র স্পেনিশ বিভাগের পরিচালক হিসেবে বেশ কয়েকবছর দায়িত্ব পালন করেন তিনি।#